নিদাহাস ট্রফি

সরে দাঁড়াচ্ছেন রিয়াদ?

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:06 বৃহস্পতিবার, 15 মার্চ, 2018

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে শ্রীলংকার বিপক্ষে দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার কলম্বোতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার।

এদিকে প্রায় মাস দেড়েক পর সাকিব দলে ফিরলেও এখনও নিশ্চিত নয় তিনি শ্রীলংকার বিপক্ষে মাঠে ফিরবেন নাকি। তবে ধারণা করা হচ্ছে তাকে একাদশে রেখেই মাঠে নামবে বাংলাদেশ দল।

তবে যদি সাকিব একাদশে ফেরেন সেক্ষেত্রে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন কে? এমন প্রশ্ন উঠতেই পারে ক্রিকেট ভক্তদের মনে। টি-টুয়েন্টিতে অধিনায়কত্ব হাতে পেলেও এখনও ইনজুরির কারণে দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেননি সাকিব।

দক্ষিন আফ্রিকার মাটিতে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে তার অধীনে খেলেছিল বাংলাদেশ। তবে বাঁহাতি এই অলরাউন্ডার ইনজুরিতে থাকায় এবছর শ্রীলংকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এমনকি চলমান নিদাহাস ট্রফিতেও এখন পর্যন্ত রিয়াদের অধিনায়কত্বেই খেলছে বাংলাদেশ দল। তবে যদি সাকিব একাদশে ফেরেন সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে নেতৃত্ব ছেড়ে দিতে হতে পারে।

সেক্ষেত্রে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আশা করা যাচ্ছে সাকিব ফিরলে তার হাত ধরেই ভারতের বিপক্ষে ফাইনালে খেলার গৌরব অর্জন করবে বাংলাদেশ দল।