আইসিসি র‍্যাংকিং

অপরিবর্তিতই থাকলেন সাকিব

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 16:25 সোমবার, 18 ডিসেম্বর, 2017

শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে রোহিত শর্মার।  

রোহিতের পাশাপাশি র‍্যাংকিংয়ের উন্নতি ঘটেছে আরেক ওপেনার শিখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান উপুল থারাঙ্গার। এছাড়াও লঙ্কান পেসার সুরঙ্গা লাকমলও উন্নতি করেছেন র‍্যাংকিংয়ে। 

বর্তমানে দুই ধাপ এগিয়ে ৮১৬ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের পাঁচে উঠে এসেছেন বিরাট কোহলির অবর্তমানে অধিনায়কত্ব পালন করা রোহিত। অপরদিকে পুরো সিরিজে ব্যাট হাতে ভালো খেলার জন্য উন্নতি ঘটেছে ধাওয়ানেরও। এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন তিনি।  

এদিকে ভারতীয় ব্যাটসম্যানদের পাশাপাশি লঙ্কান ব্যাটসম্যানেরাও এগিয়েছেন র‍্যাংকিংয়ে। সিরিজের শেষ ম্যাচে ৯৫ রান করা উপল থারাঙ্গা ১৫ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে অবস্থান করছেন।

তবে বোলার, ব্যাটসম্যান এবং অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে কোনো পরিবর্তন আসেনি। এই তিন ক্যাটাগরিতে শীর্ষে আছেন যথাক্রমে বিরাট কোহলি, হাসান আলি ও মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন এখনো দ্বিতীয়তে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে এখনও ওয়ানডে খেলেনি বাংলাদেশ। তবে এরপরেও অলরাউন্ডার র‍্যাংকিংয়ের জায়গা ধরে রেখেছেন সাকিব। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৩৪৫।

সাকিবের থেকে মাত্র ৭ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষ স্থানে অবস্থান করছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। তাঁর রেটিং পয়েন্ট ৩৫২। তবে ওয়ানডেতে বোলার র‍্যাংকিংয়ের শীর্ষ দশে নেই সাকিব। ৫৭৮ পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের মধ্যে ২০তম স্থানে আছেন তিনি। বাংলাদেশীদের মধ্যে অবশ্য শীর্ষ ২০ এ থাকা একমাত্র বোলার তিনিই। 

এদিকে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে র‍্যাংকিংয়ে উলম্ফন ঘটেছে স্পিনার জুবেন্দ্র চাহাল এবং চায়নাম্যান বোলার কুলদিপ যাদবেরও। চাহাল ২৩ ধাপ এগিয়ে ২৮ তম স্থানে উঠে এসেছে। আর কুলদিপ ১৬ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে অবস্থান করছেন। এছাড়াও লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল ১৪ ধাপ এগিয়ে ২২তম স্থানে আছেন।

উন্নতি ঘটেছে ভারতীয় অলরাউন্ডার হার্ধিক পান্ডিয়া ও লঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও। পান্ডিয়া ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৫তম স্থানে এবং নয় ধাপ এগিয়ে ৪৫তম স্থানে আছেন ম্যাথিউজ।

সেরা ১০ ব্যাটসম্যান: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, রোহিত শর্মা, কুইন্টন ডি কক, জো রুট, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, কেন উইলিয়ামসন।

সেরা ১০ ওয়ানডে দল: দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান।

সেরা ১০ বোলার: হাসান আলী, ইমরান তাহির, জসপ্রিত বুমরাহ, জস হ্যাজেলউড, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, রশিদ খান, সুনিল নারিন, লিয়াম প্লাঙ্কেট।

সেরা পাঁচ অলরাউন্ডার: মোহাম্মদ হাফিজ, সাকিব আল হাসান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, মোহাম্মদ নবী, বেন স্টোকস।