বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

১১০ শতাংশ দিচ্ছেন সবাই, জানালেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:18 শনিবার, 04 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-মোহাম্মদ সাইফউদ্দিনদের বোলিং তোপে ১২৪ রানেই আটকে গিয়েছিল জিম্বাবুয়ে। এরপর ৮ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে টাইগাররা।

বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন তাসকিন ও সাইফউদ্দিন। দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। তাসকিন ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন। সাইফউদ্দিন ৩ উইকেট পেতে খরচা করেছেন ১৫ রান। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তাসকিন জানিয়েছেন দলের সবাই নিজেদের উজাড় করে দিয়েছেন এই ম্যাচে।

বোলিং ইউনিটের প্রশংসা করে এই পেসার বলেন, ‘প্রথমত আমরা আজ দারুণ জয় পেয়েছি, বল হাতে ভালো শুরু পেয়েছি। আমরা বেসিক কাজটা ঠিকঠাক করেছি, সে কারণেই পুরস্কৃত হয়েছি। গত কয়েক সপ্তাহ সবাই কঠোর অনুশীলন করছে, সেই ফল পাচ্ছে। প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছি। ১১০ শতাংশ দিচ্ছি। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, সামনেও এটা ধরে রাখার চেষ্টা করব।’

তাসকিনতো হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন সপ্তম ওভারে বল করতে এসে টানা দুই বলে ফিরিয়েছিলেন শন উইলিয়ামস ও রায়ান বার্লকে। এরপর আউট করেছেন ৩৯ বলে ৪৩ রান করা ক্লাইভ মাদান্দেকেও। দুর্দান্ত ছিলেন সাইফউদ্দিনও।

এই পেসারের বল দেখে মনেই হয়নি ১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন। নতুন বলে দারুণ শুরু করেছিলেন শেখ মেহেদীও। তিনি ৪ ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তিনি বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট।

তিনি বলেন, ‘আজ সবাই খুব ভালো খেলেছে। তাসকিন, মেহেদী, আসলে সব বোলারই আজ ভালো শুরু করেছে এবং আমি তাতে খুব খুশি।’ আগামী রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যদিও সেই ম্যাচেও চোখ রাঙাতে পারে বাংলাদেশ। এই বিষয়টি মাথায় রেখেই মাঠে নামতে হবে শান্তদের।