ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

বিশ্বকাপে ফেরার দরজা বন্ধ করে দিলেন নারিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:37 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সুনীল নারিন । যার কারণে ফর্মের তুঙ্গে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই তার। ব্যাট-বলে দারুণ সময় কাটানো নারিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চেয়েছিলেন এই সংস্করণে ক্যারিবিয়ানদের অধিনায়ক রভম্যান পাওয়েল। যদিও জাতীয় দলে ফেরার দরজা বন্ধ করে দিলেন নারিন।

কয়েকদিন আগে আইপিএলের একটি ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকান নারিন। ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১৩টি চার এবং ৬টি ছক্কার মার। তার সেঞ্চুরিতে ২২৩ রানের পুঁজি পেলেও জস বাটলারের দারুণ সেঞ্চুরিতে ম্যাচটি হেরে যায় কলকাতা নাইট রাইডার্স।

মাঠে নারিনের সেঞ্চুরি খুব কাছ থেকেই দেখেছেন ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি অধিনায়ক পাওয়েল। নিজ দল রাজস্থানকে জেতাতে সেই ম্যাচে ১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলেন তিনি নিজেও। ম্যাচ শেষে নারিনকে দলে পাওয়ার প্রত্যাশা করেন তিনি। যদিও এবার ফেরার আগ্রহ দেখালেন না নারিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, 'আমার পারফরম্যান্সের কারণে সাম্প্রতিক সময়ে যেভাবে অনেকে প্রকাশ্যে ইচ্ছাপ্রকাশ করেছেন যে, আমি যেন অবসর থেকে ফিরে আসি এবং সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলি, তাতে আমি সত্যিই মোহিত ও বিনীত।'

'তবে (অবসরের) সিদ্ধান্তটি নিয়ে আমি শান্তিতেই আছি। কখনও হতাশ করতে চাই না কাউকে, তবে দুয়ারটি এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা মাঠে নামবে, তাদেরকে সমর্থন করব আমি।'

পুরো আইপিএলেই ব্যাট-বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন নারিন। কলকাতার হয়ে রান এবং উইকেট, দুটিতেই সবার ওপরে তিনি। এখন পর্যন্ত ৭ ইনিংসে ৪০.৮৫ গড় ও ১৭৬.৫৪ স্ট্রাইক রেটে ২৮৬ রান করেন তিনি।

ওভারপ্রতি মাত্র ৭.১০ রান দিয়ে নারিন উইকেট শিকার করেছেন ৯টি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে আগামী ১'মের আগেই। নারিন এর আগেই জানিয়ে দিয়েছেন নিয়মিত খেলে আসা ক্রিকেটারদেরই বিশ্বকাপ খেলার সুযোগটা প্রাপ্য।

তিনি আরও বলেন, 'গত কয়েক মাস ধরে যে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং সুযোগটা যাদের প্রাপ্য আমাদের দুর্দান্ত সমর্থকদের দেখিয়ে দেওয়ার যে, তারা আরেকটি শিরোপা জয়ের সামর্থ্য তাদের আছে- তোমাদেরকে আমি সবটুকু শুভ কামনা জানাই।'