পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান দলে ফিরে শাহীন আফিদিকে কৃতিত্ব দিলেন আমির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:37 শনিবার, 20 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলেছিলেন শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আমির। একই দলের হয়ে খেলার সময় আমিরকে পাকিস্তানের জার্সিতে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন শাহীন আফ্রিদি। পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের চেষ্টার প্রতিফলন ঘটেছে কদিন আগে। অবসর ভেঙে আমির ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। শাহীন আফ্রিদির প্রচেষ্টায় যে পাকিস্তানের ক্রিকেটে ফিরেছেন সেটা জানিয়েছেন আমির নিজেই।

২০২৩ বিশ্বকাপে ভালো করতে না পারায় বাবরকে আজমকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও জাকা আশরাফ কদিন আগে জানিয়েছিলেন বাবরকে তারা শুধুই টেস্টে অধিনায়ক হিসেবে চেয়েছিলেন। কিন্তু সেই সময় তিন সংস্করণের দায়িত্ব ছাড়েন বাবর। এরপর টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় শাহীন আফ্রিদির কাঁধে। দায়িত্ব পাওয়ার কিছুদিন পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে আমিরের সঙ্গে আলোচনার কথা জানান তিনি।

ভক্তরাও বাঁহাতি এই দুই পেসারকে একসঙ্গে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করে। এরপর আফ্রিদি দলের দায়িত্ব হারালেও তার চিন্তার সঙ্গে একমত হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। প্রায় চার বছর পর আমিরকে দলে ফিরিয়ে তার ওপর আস্থা রেখেছে পিসিবি। দলে ফিরে বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। তাই একটি ভিডিও বার্তায় পিসিবি ও আফ্রিদিকে কৃতিত্ব দিয়ে তাদের বিশ্বাসের প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছেন আমির।

আমির বলেন, ‘(দলে ফেরানোর জন্য) কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডের ও শাহীনের (আফ্রিদি)। তারা আমাকে বিশ্বাসের সঙ্গে ফিরিয়ে এনেছে এবং সেই প্রতিশ্রুতি পূরণের জন্য এক ধরণের চাপ রয়েছে। আমি প্রায় চার বছর পর ফিরেছি। আপনি যখন আপনার দেশের প্রতিনিধিত্ব করছেন, এটি একটি ভিন্ন মুহূর্ত এবং সত্যি বলতে মনে হচ্ছে এটা আমার প্রথম সিরিজ।’

পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আমিরের অভিষেক হয়েছিল ২০০৯ সালে। সেবার এই সংস্করণে বিশ্বকাপ জয় করেছিল দলটি। এরপর স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধও হন এই পেসার। সেই শাস্তি কাটিয়ে ২০১৬ সালে দলে ফেরেন এবং ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জয় করেন। এবার একই লক্ষ্যে তাকে দলে ফিরিয়েছে পিসিবি।

নিজের আস্থার প্রতিদান দিয়ে সেই লক্ষ্য পূরণ করেতে চান আমির। তিনি বলেন, ‘আমি প্রথমবার ২০০৯ সালে (অভিষেক) এসেছিলাম এবং পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। পিসিবি আমাকে একটি স্বল্পমেয়াদী লক্ষ্য নিয়ে ফিরিয়ে এনেছে যা বিশ্বকাপ।’

‘যেহেতু পাকিস্তানি দল সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে। তাই এবার সেই বাঁধাটা আমাদের অতিক্রম করতে হবে (টুর্নামেন্ট জয়ের জন্য)। আর যদি সেটা অর্জন করা যায়, তাহলে সেটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে, যে আমি এই টিমের অংশ ছিলাম।’