আইপিএল

ধোনির জনপ্রিয়তার কথা নাতি নাতনিদেরও বলবেন পুরান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:19 শনিবার, 20 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার হাত ধরেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ  ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে ভারত। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এই উইকেটরক্ষক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এখনও ধোনির আগের মতোই সমান জনপ্রিয়। এবারের আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ধোনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও ব্যাট হেসেছে ধোনির।

এদিন মাত্র ৯ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর তাতে ভর করেই ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। অবশ্য লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে লক্ষ্ণৌ।

এই ম্যাচের পর ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন লক্ষ্ণৌয়ের ব্যাটার নিকোলাস পুরান। এই ক্যারিবীয় ক্রিকেটার ধোনিকে জাতীয় বীর আখ্যা দিয়েছেন। এখনও ধোনির এমন জনপ্রিয়তা দেখে অবাক হয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।

ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে পুরান বলেন, 'শুধু এই আসরে নয়, প্রতিটি আসরেই। সে যখন ব্যাট হাতে নামে, বাইরে তখন হলুদের সমুদ্র। এটা দেখতে দারুণ লাগে। সে একজন জাতীয় বীর।'

ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ধরা হয় ব্রায়ান লারাকে। ওয়েস্ট ইন্ডিজেও এক সময় ধোনির মতো জনপ্রিয় ছিলেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ধোনির জনপ্রিয়তার কথা নিজের বাচ্চা, নাতি-নাতদিনের সঙ্গেও ভাগাভাগি করতে চান তিনি।

এ প্রসঙ্গে পুরান বলেন, 'আমরা ব্রায়ান লারার সময়ে খেলিনি, সবাই তার ডাই-হার্ড ভক্ত ছিল। তবে এটা সুন্দর এমন কিছু সামনে দেখা। তেমন এক পজিশনে থাকতে পারাও ভালো লাগার ব্যাপার। তবে খুশি লাগে তার সাথে একই জায়গায় থাকতে পারা, এসব মুহুর্ত ভাগাভাগি করা, আমরা আমাদের বাচ্চা ও নাতি নাতনিদের বলতে পারব এসব।'