বাংলাদেশ ক্রিকেট

‘শান্তকে সম্মান দেখাতে হবে, আমার পাবলিকলি বলা উচিত হবে না’

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 21:14 বৃহস্পতিবার, 18 এপ্রিল, 2024

|| ক্রিকেট করেসপনডেন্ট ||

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন, প্রাইম ব্যাংকের জার্সিতে তামিম ইকবাল খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। অবসর ভেঙে ফিরলেও নিজেকে সরিয়ে নেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। মাঝে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেললেও তার কোনটিতেই ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তামিম আর কখনও জাতীয় দলে ফিরবেন না, মাঝে এমন গুঞ্জন তৈরি হলেও সেটা এখন অনেকটা ঢাকা পড়ে গেছে। নতুন খবর বাংলাদেশের জার্সিতে শুধু ফিরছেনই না খেলতে পারেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

ক্রিকেট পাড়ায় যখন এমন আলোচনা ঘুরপাক খাচ্ছে তখন নাজমুল হোসেন শান্তর সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেছেন তামিম। দুজনের মাঝে হওয়া আলোচনার কথা বিস্তারিত জানাননি বাংলাদেশের অধিনায়ক। তামিম নিজেও হাঁটলেন যেন ঠিক শান্তর পথেই। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তামিম কথা বললেন, শান্তর সঙ্গে আলোচনা, জাতীয় দলে ফেরা, প্রাইম ব্যাংকের নতুন অধিনায়ক জাকির হাসান এবং মুস্তাফিজের রহমানের আইপিএলের পারফরম্যান্স নিয়ে।

ক্রিকফ্রেঞ্জি: দুই-একটা ম্যাচ বাদ দিলে বেশিরভাগ ম্যাচে আপনি প্রাইম ব্যাংকের অধিনায়ক ছিলেন। আজকে অধিনায়ক হিসেবে জাকিরকে দেখলাম। আপনি মাঠে কিংবা একাদশে থাকার পরও অধিনায়ক নন। বিশেষ কোন কারণ আছে?

তামিম: সত্যি কথা বলতে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে আমরা বেশ দূরে। কোচের সঙ্গে আমি এমনিই আলোচনা করছিলাম যে আমাদের তরুণ ক্রিকেটার যারা আছে তাদের যদি একটু প্রমোট করা যায় অধিনায়কত্বের দিক থেকে। আমি তো সবসময় মাঠে থাকি, এখন মুশফিকও আছে। আমরা সব ধরনের পরামর্শ দিতে পারি সেই সঙ্গে ওরাও নতুন কিছুর অভিজ্ঞতা পেল। নতুন একটা চ্যালেঞ্জও নিতে পারল ওরা। অধিনায়কত্ব না করার পেছনে এটাই আসলে চিন্তা ছিল।

প্রাইম ব্যাংক এমন একটা দল... আমি কয়েকবারই বলেছি ঘরোয়া ক্রিকেট থেকে যখন অবসর নেব আমি প্রাইম ব্যাংকের মাধ্যমে অবসর নিতে চাই। তাদের হয়ে খেলে আমি সবসময় উপভোগ করেছি, আনন্দ পেয়েছি। আমরা চেষ্টা করছি তরুণরা যাতে নতুন একটা দক্ষতা অর্জন করতে পারে। এজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে আমার এবং মুশফিকের অধিনায়কত্ব নিয়ে অনেক অভিজ্ঞতা আছে। আমাদের অধীনে যদি জাকির থাকে তাহলে সে শিখতে পারবে। ভবিষ্যতে যদি ওই রকম কোন সুযোগ পায় বাংলাদেশ দলের অধিনায়কত্ব করার কিংবা ক্লাব, ফ্র্যাঞ্চাইজির হয়ে তাহলে ওর জন্য সহজ হবে।

ক্রিকফ্রেঞ্জি: জাকিরকে তো এর আগে ব্যাটার হিসেবে দেখেছেন। আজকে প্রথমবার হয়ত অধিনায়ক হিসেবে দেখলেন। নতুন অধিনায়ক হিসেবে তাকে কেমন দেখলেন?

তামিম: অধিনায়ক হিসেবে ওর যাত্রাটা কেবল শুরু হলো। এক ম্যাচ দেখেই মন্তব্য করা কিংবা বিচার করাটা কঠিন। যেহেতু মাঠে অনেক বেশি সম্পৃক্ত থাকে ফিল্ডিং কিংবা অন্য সব কিছু নিয়ে। আমি চেষ্টা করছি যতটুুকু ওকে সাহায্য করা যায়। আমার মতো মুশফিকও ওর পরামর্শটা দিচ্ছে। আস্তে আস্তে ও উন্নতি করবে। এই মুহূর্তে বলাটা খুবই কঠিন।

ক্রিকফ্রেঞ্জি: আবাহনীর ম্যাচ শেষে ড্রেসিং রুমে আপনাকে শান্তর সঙ্গে অনেকটা সময় আলাপ করতে দেখা গেছে। শান্ত গণমাধ্যমের সঙ্গে কথা বললেও বিস্তারিত কিছু জানায়নি। আপনিও এখন অবদি সেটি নিয়ে কোন কথা বলেননি। আপনাদের দুজনের মাঝে আসলে কী নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বলা যায় কিনা...

তামিম: সত্যি কথা বলতে যেহেতু আমার আর শান্তর রূদ্ধদ্বার আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা আলোচনা হয়েছে। যেহেতু আমাদের দুজনের মাঝে আলোচনা হয়েছে তাই ওই সম্মানটা ওকে আমার দেখাতে হবে। আমার মনে হয় না অন্তত এটা আমার জনসম্মুখে বলা উচিত। সে যদি কখনও মনে করে মিডিয়ার সঙ্গে শেয়ার করবে তাহলে আমি তাকে স্বাগত জানাই। কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে আমার কিছু বলা উচিত হবে।

ক্রিকফ্রেঞ্জি: নাজমুল হোসেন শান্ত চাচ্ছেন তামিম ইকবাল তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে খেলুক। কিন্তু তামিম ইকবাল কি মনে করে কিনা তার ফেরা উচিত...

তামিম: দেখা যাবে, যখন সময় হবে তখন আপনারা তো জানতেই পারবেন। এ বিষয়ে নতুন করে আমার কিছু বলার নেই।

ক্রিকফ্রেঞ্জি: শুধু শান্ত নয় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও আপনাকে জাতীয় দলে দেখতে চায়। এমন গুঞ্জন আছে তিনি আপনাকে টি-টোয়েন্টিও বিশ্বকাপেও চান। তাদের চাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন?

তামিম: যেটা আপনাকে বললাম নতুন করে কিছু বলার নেই। আমার যা বলার ছিল তা আমি বিসিবিকে বলেছি।

ক্রিকফ্রেঞ্জি: কদিন ধরে মুস্তাফিজুর রহমানের দেশে ফেরা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। সবশেষ শ্রীলঙ্কা সিরিজে ভালো করতে না পারলেও চেন্নাইয়ের হয়ে ভালো খেলছেন। আপনার কোন পর্যবক্ষেণ?

তামিম: আমি মনে করি সে যেখানেই খেলুক সে ভালো করুক। আমি সবসময় মনে করি সে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্পদ। সে যেখানেই খেলুক না কেন সেটা আইপিএল খেলুক বা বাংলাদেশের হয়ে ভালো খেলুক। সে ভালো করুক।