আইপিএল

ব্যাটিং বান্ধব উইকেটের কথা আগেই জানতেন হেড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:44 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মারকুটে ব্যাটার হিসেবে বিশ্বজুড়ে সুনাম আছে ট্রাভিস হেডের। সর্বশেষ বিশ্বকাপেও ব্যাট হাতে অস্ট্রেলিয়ার অন্যতম ভরসা ছিলেন এই অজি ওপেনার। ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে অজিদের শিরোপার স্বপ্ন বাস্তব করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এর আগে অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন হেড।

সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আবারও ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন হেড। এই ম্যাচে খেলেছেন মাত্র ৪১  বলে ১০২ রানের বিধ্বংসী এক ইনিংস। আর তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত তারা ৩ উইকেটে ২৮৭ রানের রেকর্ড সংগ্রহে থামে। হায়দরাবাদ এই ম্যাচে ২৫ রানে জিতেছে।

ঝড়ো ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন হেড। তিনি জানিয়েছেন উইকেটের সহায়তা পেয়েই ঝড়ো ব্যাটিং করতে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। পিচ যে ব্যাটিং বান্ধব হবে সেটা আগে থেকেই জানতেন হেড। অন্যপ্রান্তে আরেক ওপেনার অভিষেক শর্মা দারুণ সঙ্গ দেয়ায় কাজটা সহজ হয়ে গিয়েছিল হেডের।

এ প্রসঙ্গে ম্যাচ শেষে হেড বলেন, ‘এই ম্যাচে উইকেট খুব ভালো ছিল। আমরা মাঠকর্মীদের থেকে পিচের বিষয়ে একটা ধারণা পেয়েছিলাম আগেই। মিটিংয়ে কয়েক জন স্থানীয় মানুষকে আমরা এনেছিলাম। তাদের থেকেও ধারণা পাই পিচের বিষয়ে। সেখান থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার সাহস পাই আমরা। অভিষেক (শর্মা) এবং আমি একে অপরের খেলাটা ভালো বুঝি। অভিষেক একেবারে তরুণ। সে বেশ ভয়ডরহীন ক্রিকেটটা খেলে থাকে। আমি তার সঙ্গে ব্যাট করাটা উপভোগ করছি।’

হেডকে আউট করতে বেঙ্গালুরুর বোলারদের কঠিন পরিশ্রম করতে হয়েছে। সেঞ্চুরির পর লকি ফার্গুসনের ফুল লেংথের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ফাফ ডু প্লেসির দারুণ ক্যাচে আউট হয়েছেন হেড। তিনি নিজেও জানেন না কীভাবে তিনি আউট হন। এই ম্যাচে দারুণ ব্যাটিং করতে পেরেই খুশি এই অজি ব্যাটার।

তিনি বলেছেন, ‘আমি সঠিক জানি না, কী ভাবে কী করতে পারা যাবে। প্রত্যেকেই আমাকে আউট করতে একগাদা ভিন্ন ভিন্ন জিনিস চেষ্টা করেছে। ক্রিকেট বিশ্বের এটা মোটেও একটা ভালো বিষয় নয়। তবে আমি এদিন যে ভাবে বল মারতে পেরেছি, তাতে খুব খুশি।’