আইপিএল

বৃথা গেল রোহিতের সেঞ্চুরি, পাথিরানা জেতালেন চেন্নাইকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 রবিবার, 14 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত একাই লড়লেন রোহিত শর্মা। উপহার দিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতার ফলে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে জয় পাওয়া হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে খরুচে বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে তিনি খরচা করেছেন ৫৫ রান।

মুস্তাফিজের একমাত্র উইকেটটি টিম ডেভিডের। বাঁহাতি এই পেসার ওভার প্রতি ১৩.৮০ রান খরচা করেছেন। চেন্নাইকে এই ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছেন মাথিশা পাথিরানা তিনি মাত্র ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। আর তাতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাই। একটি উইকেট পেয়েছেন তুষার দেশপান্ডেও।

রোহিত শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৩ বলে ১০৫ রান নিয়ে। মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান এসেছে তিলক ভার্মার ব্যাট থেকে। বাকি ব্যাটারদের মধ্যে কেউই বলার মতো রান করতে পারেননি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ফিরেছেন মাত্র ২ রান করে।

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল চেন্নাই। দলীয় ৮ রানেই আউট হয়ে যান আজিঙ্কা রাহানে। মাত্র ৫ রান করে জেরাল্ড কোয়েতজির বলে পুল করতে গিয়ে মিড অনে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন রাহানে।

এরপর রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়ার মিলে যোগ করেন ৫২ রান। এই জুটি ভেঙেছেন শ্রেয়াস গোপাল।  এই স্পিনারের গুগলিতে বিভ্রান্ত হয়ে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ইশান কিশানকে ক্যাচ দেন ১৬ বলে ২১ রান করা রাচিন। এরপর রুতুরাজ অবশ্য তুলে নেন হাফ সেঞ্চুরি। 

তাকে ইনিংস বড় করতে দেননি মুম্বাই অধিনায়ক হার্দিক। ৪০ বলে ৬৯ রান করা রুতুরাজ অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ থেকে দৌড়ে এসে দারুণ ক্যাচ নিয়েছেন মোহাম্মদ নবি। বাকি সময়টা ছিল শিভম দুবের। ড্যারিল মিচেলকে নিয়ে ৩৬ রান যোগ করেন দুবে। 

মিচেল আউট হয়ে গেছেন ১৪ বলে ১৭ রান করে হার্দিকের বলে। তবে দুবের ৩৮ বলে অপরাজিত ৬৬ ও মহেন্দ্র সিং ধোনির ৪ বলে ২০ রানের ক্যামিওতে চেন্নাই ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের বিশাল পুঁজি পায়। হার্দিকের করা ইনিংসের শেষ ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ধোনি। এর ফলে শেষ ওভার থেকেই এসেছে ২৬ রান।