বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

বাংলাদেশ আক্রমণাত্বক হলে আমরাও আক্রমণাত্বক হবো: ধনাঞ্জয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:24 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে একেবারেই লড়াই করতে পারেনি বাংলাদেশ। সিরিজে পিছিয়ে থাকায় চট্টগ্রামে তাই সফরকারীদের মরণ কামড় দিতে চাইবেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছে শ্রীলঙ্কা, এমনটা জানিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। লঙ্কান অধিনায়কের মতে, বাংলাদেশ আক্রমণাত্বক হলে তারাও একই পথে হাঁটবেন।

সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার পেসারদের বিপক্ষে অসহায় ছিলেন জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস, শাহাদাত হোসেন দিপুরা। প্রথম ইনিংসে সফরকারীদের ২৮০ রানের জবাবে তাইজুলের ইসলামের ৪৭ রানের কল্যাণে ১৮৮ রান তোলে বাংলাদেশ। ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ধনাঞ্জয়া এবং কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ৪১৮ রানে থামে লঙ্কানরা। ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

মুমিনুল হকের অপরাজিত ৮৭ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৮২ রান তুলতে পেরেছিল স্বাগতিকরা। যার ফলে সিলেট টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে শান্তর দলকে। চট্টগ্রাম টেস্টে নিশ্চিতভাবেই লঙ্কানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইবে বাংলাদেশ। টাইগাররা কী ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে এমন প্রশ্নের জবাবে ধনাঞ্জয়া বলেন, ‘ওরা যদি আক্রমণাত্মক হয়, আমরাও আক্রমণাত্মক হব। যদি শান্ত থাকে, তাহলে আমরাও শান্ত থাকব।’

বিশ্রামে থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ছিলেন না সাকিব আল হাসান। সিলেট টেস্ট হারার পর বিসিবি এবং সাকিবের সম্মতিতে ফিরেছেন দ্বিতীয় টেস্টের দলে। সাকিব ফেরায় খানিকটা স্বস্তি ফিরেছে বাংলাদেশের সমর্থক থেকে টিম ম্যানেজমেন্টের মাঝে। চট্টগ্রামে সাকিব কী ধরনের প্রভাব রাখতে পারেন, এমনটা জানতে চাওয়া হয়েছিল ধনাঞ্জয়ার কাছে।

এমন প্রশ্নের জবাবে লঙ্কান অধিনায়কের উত্তর, ‘এটা তো আমি এখন বলতে পারব না। ম্যাচের পরে বলতে পারব। ম্যাচের আগে পারব না।’ সাকিবকে নিয়ে তাদের পরিকল্পনার কথা জানতে চাইলেও এড়িয়ে গেছেন ধনাঞ্জয়া। বাংলাদেশকে নিয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তরই লঙ্কান অধিনায়ক দিয়েছেন না দেয়ার মতো করে। কিছু একটা বলতে হবে সেটার জন্য কেবল এক লাইনে উত্তর দিয়ে গেছেন তিনি।

সাকিবকে নিয়ে বারংবার প্রশ্ন করার পরও কেন উত্তর দেননি ধনাঞ্জয়া। শেষ পর্যন্ত এমন প্রশ্নও ছুঁড়ে দিতে হয়েছে তার দিকে। ধনাঞ্জয়া জানান, সাকিব যেহেতু তার দলের খেলোয়াড় নয় তাই তাকে নিয়ে কিছু বলতে চান না। শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার কী বলা উচিত? সে তো আমার দলের খেলোয়াড় নয়। আপনার বাংলাদেশ দলের অধিনায়ককে জিজ্ঞাসা করা উচিত (হাসি)।’