আইপিএল

অসুস্থ হয়ে পড়েছিলেন বিছানায়, মাঠে নেমেই রাজস্থানের নায়ক পরাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:47 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলের গত আসরটা মোটেই ভালো যায়নি রায়ান পরাগের। সেবার ৭ ইনিংসে মাত্র ৭৮ রান এসেছিল তার ব্যাট থেকে। এবারের আইপিএলে অন্য এক পরাগকে দেখা যাচ্ছে। দুই ম্যাচ খেলেই ১৭১.১৮ স্ট্রাইক রেটে রাজস্থান রয়্যালসের এই ব্যাটার করেছেন ১২৭। 

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৫ বলে ৮৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন পরাগ। স্বীকৃত টি-টোয়েন্টিতে এইটাই পরাগের সর্বোচ্চ রানের ইনিংস। আইপিএলের আগে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ১০ ইনিংসে ৫১০ রান করেছিলেন তিনি। ৮৫ গড়ে ১৮০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।

টানা সাতটি হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ডও গড়েছিলেন পরাগ। আইপিএলেও নিজের এই ব্যাটিংয়ের ধারা অব্যাহত রেখেছেন পরাগ। দিল্লির হয়ে রাজস্থানের বিপক্ষে শেষ ওভারটি করেছিলেন এনরিখ নরিকিয়া। প্রোটিয়া এই পেসারকে রীতিমতো তুলোধোনা করেছেন পরাগ।

তিনটি চার ও দুটি ছক্কায় নিয়েছেন ২৫ রান। অবশ্য তিনদিন আগেই বিছানায় পড়েছিলেন তিনি। ম্যাচের আগেও খেয়েছেন ব্যথানাশক। সব মিলিয়ে রাজস্থানের জয়ের নায়ক হতে পেরেই আনন্দিত এই ব্যাটার। জানালেন নিজেকে বদলে ফেলতে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

পরাগ বলেন, ‘গত তিন দিন অনেক ধকল গেছে। বিছানায় পড়ে ছিলাম। অসুস্থ ছিলাম। ব্যথানাশক ওষুধ খেয়ে আজ (গতকাল) উঠে দাঁড়িয়েছি। এরপর ঠিকঠাকমতো সব করতে পেরেছি। তাই নিজের জন্য ভালো লাগছে।'

উইকেটের দুই প্রান্তেই রান তুলতে দারুণ পারদর্শী পরাগ। মাত্র ৩০ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর রাজস্থানের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম ২৬ বলে ২৬ রানের বেশি করতে পারননি তিনি। এরপর গিয়ার বদলে ভিন্ন অবতাতে আবির্ভাব হয়েছিল পরাগের।

আত্মবিশ্বাসী কণ্ঠে পরাগ বলেন, 'উইকেটের দুই প্রান্তেই রান করা নিয়ে শেষ দিকে কাজ করেছি। আমি জানি শর্ট বলে ছক্কা কিংবা ইয়র্কারও মেরে দেওয়ার মতো শক্তি ও ক্ষমতা আমার আছে। তাই সুযোগ পেলেই এটা করি। কখনো বাউন্ডারি মারতে পারি, কখনো আবার পারি না।’