আইপিএল

হাসারাঙ্গাকে পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে হায়দরাবাদকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:39 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তারা ৪ রানে হেরেছে। এই ম্যাচে তারা পায়নি লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এই স্পিনারকে ছাড়া আরও এক সপ্তাহ খেলতে হবে তাদের।

এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানড সিরিজের শেষ ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন। সেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি হাসারাঙ্গার। শ্রীলঙ্কা ক্রিকেটের চিকিৎসকরা তাকে আবারও বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন।

বিশেষ করে তার চোটের ধরন সম্পর্কে জানার জন্যই এই পরামর্শ দেয়া হয়েছে। শ্রীলঙ্কা দলের চিকিৎসকরা ধারণা করছেন তার গোড়ালিতে বড় ধরনের সমস্যা রয়েছে। মূলত এ কারণেই আইপিএলের দল সানরাইজার্স হায়দরবাদের সঙ্গে যোগ দেননি তিনি।

কবে এই লঙ্কান স্পিনার দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাপারেও বিস্তারিত জানা যায়নি। আগামী জুন-জুলাইতে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে হাসারাঙ্গা পুরো সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী ক্রিকেট শ্রীলঙ্কা।

চোটের কারণে হাসারাঙ্গার আইপিএলে যোগ দেয়ার সময় আরও পিছিয়ে যেতে পারে। আইপিএলের গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন হাসারাঙ্গা নিয়েছিলেন ২৬ উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদেই তাকে দলে ভিড়িয়েছিল হায়দরাবাদ। তবে তাকে পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে।