পাকিস্তান ক্রিকেট

ইমাদের পর অবসর ভেঙে ফিরলেন আমির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:57 রবিবার, 24 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানিয়েছিলেন মোহাম্মদ আমির। সেই সময় কোচ ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছিলেন তিনি। তবে জানিয়েছিলেন কোচিং প্যানেল ও ম্যানেজমেন্ট সরে গেলে আবারও ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করছেন আমির। তাই তাকে দলে ফেরাতে উদ্যোগ নিয়েছিল পিসিবি। আমিরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সেই প্রস্তাব মেনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। 

পিএসএলের গত আসরে ৯ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। এমন পারফরম্যান্সের পরই টি-টোয়েন্টি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি তাকে ফেরানোর উদ্যোগ নেন। সেই প্রচেষ্টাই সফল হয়েছে। মূলত চলতি বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরের জন্যই তাকে ফেরানো হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আমির ফেরার ঘোষণা দিয়ে লিখেছেন, 'আমি এখনও পাকিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখি। জীবন কখনও কখনও এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায় যখন আপনাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়। পিসিবি এবং আমার মাঝে বেশ কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে তারা আমাকে বুঝতে পেরেছে এবং এটা অনুভব করিয়েছে যে আমি পাকিস্তান দলের জন্য প্রয়োজনীয়।'

তিনি আরও লিখেছেন, 'আমার পরিবার এবং শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে এটা ঘোষণা করতে চাই যে আসন্ন বিশ্বকাপের জন্য আমি প্রস্তুত আছি। ব্যক্তিগত সিদ্ধান্তের আগে আমি দেশের হয়ে কিছু করতে চাই। সবুজ জার্সি পড়া এবং দেশের সেবা করা সবসময়ই আমার সবচেয়ে বড় আকাঙ্খা ছিল এবং থাকবে।'

এর আগে শনিবার অবসর ভেঙে ফিরেছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার ইমাদ ওয়াসিম। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ইমাদকে লাহোরের হেডকোয়ার্টারে ডেকেছিল পিসিবি। সেখানেই বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দলে ফেরার ঘোষণা দেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এবার একইভাবে ফিরলেন আমিরও।