দ্য হান্ড্রেড

আফ্রিদি-নাসিমসহ দ্য হান্ড্রেডে দল পেলেন যারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:31 বৃহস্পতিবার, 21 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম জমা দিয়েছিলেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, তামিম ইকবালসহ নাম জমা দিয়েছিলেন ১৬ ক্রিকেটার। নারী ক্রিকেটার হিসেবে ছিলেন জাহানারা আলমও। তবে ড্রাফট থেকে তাদের কেউই দল পাননি।

তারকা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও দল পাননি। তবে দল পেয়েছেন তাদেরই সতীর্থ নাসিম শাহ, এই পাকিস্তানি পেসার খেলবেন বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জেসন রয়, মার্ক উড, ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডদের মতো ক্রিকেটারও।

নারী ক্রিকেটারদের মধ্যে দল পাননি দীপ্তি শর্মা, সুজি বেটস ও ডেন্ড্রা ডটিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এদিকে ওয়েলস ফায়ার দলে ভিড়িয়েছে তারকা পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদিকে। তাকে নিতে এক লাখ পাউন্ড খরচ করেছে দলটি।

এ ছাড়া স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ দল পেয়েছেন দ্য হান্ড্রেডে। লঙ্কান ক্রিকেটারদের মধ্যে দল পেয়েছেন তারকা নারী ক্রিকেটার চামারি আতাপাত্তু। এর বাইরে এমি জোনস, মেগ ল্যানিংও দ্য হান্ড্রেডে নিজেদের দল খুঁজে পেয়েছেন। 

দ্য হান্ড্রেডের ৮ দলের স্কোয়াড-

ওভাল ইনভিন্সিবলস-

স্যাম কারান, টম কারান, উইল জ্যাকস, অ্যাডাম জাম্পা, জর্ডান কক্স, গুস অ্যাটকিনসন, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, স্পেন্সার জনসন, ডেভিড মালান, নাথান সোয়েটার, ডোনোভ্যান ফেরেইরা, টম ল্যামনবি ও টাওয়ান্দা মুয়েয়ে।

সাউদার্ন ব্রেভস-

জফরা আর্চার, জেমস ভিন্স, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, লরি ইভান্স, লুইস ডি প্লয়, আকিল হোসেইন, রেহান আহমেদ, ক্রেইগ ওভারটন, ফিন অ্যালেন, ড্যানি ব্রিগস, জর্জ গার্টন ও অ্যালেক্স ডেভিস।

নর্দান সুপারচার্জার্স-

বেন স্টোকস, নিকোলাস পুরান, আদিল রশিদ, হ্যারি ব্রুক, রিস টপলি, ড্যানিয়েল স্যামস, ম্যাথু শর্ট, ব্রায়ডন কার্স, অ্যাডাম হুস, টম লুইস, ম্যাথু পটস, গ্রাহাম ক্লার্ক, কালাম পার্কিনসন ও অলি রবিনসন।

ম্যানচেস্টার অরিজিনালস-

জস বাটলার, জেমি ওভারটন, ফিল সল্ট, সিকান্দার রাজা, পল ওয়াল্টার, ফজলহক ফারুকি, টম হার্টলি, উসামা মীর, ওয়েইন ম্যাডসন, জস টাং, ম্যাক্স হোল্ডেন, জস হুল, ফ্রেড ক্লাসেন ও মিচেল স্টেনলি।

বার্মিংহ্যাম ফিনিক্স-

ক্রিস ওকস, নাসিম শাহ, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, বেন ডাকেট, বেনি হাওয়েল, অ্যাডাম মিলনে, জেমি স্মিথ, উইল স্মিদ, শন অ্যাবোট, টম হেলম, জেমস ফুলার, ড্যান মুজলি ও জেকব বেতহেল।

লন্ডন স্পিরিট-

জ্যাক ক্রলি, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নাথান অ্যালিস, ড্যান লরেন্স, ,লিয়াম ডসন, ড্যান ওরাল, অলি স্টোন, অ্যাডাম রজিংটন, রিচার্ড গ্লেসন, ওলি পোপ, ড্যানিয়েল বেল, ম্যাথু ক্রিস্টক্লে ও মিচেল পেপার।

ওয়েলস ফায়ার-

জনি বেয়ারস্টো, টম কোহলার-ক্যাডমোর, ডেভিড উইলি, শাহীন শাহ আফ্রিদি, জো ক্লার্ক, হারিস রউফ, টম অ্যাবেল, গ্লেন ফিলিপস, ডেভিড পাইন, লুক ওয়েলস, ভ্যান ডার মারউই, জ্যাক বল, স্টিভ স্কিনাজি ও ক্রিস কুক।

ট্রেন্ট রকেটস-

জো রুট, রভম্যান পাওয়েল, রশিদ খান, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, লুইস গ্রেগরি, লুক উড, টম অ্যাবেল, টম ব্যান্টন, জন টার্নার, স্যাম হেইন, স্যাম কুক, কেলভিন হ্যারিসন, জর্ডান থম্পসন ও অ্যাডাম লিথ।