বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ফিরলেন হাসারাঙ্গা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:40 সোমবার, 18 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সীমিত ওভারের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে গত বছরের আগষ্টে হুট করেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট খেলে বিশ্ব ক্রিকেটে জনপ্রিয়তা পাওয়া হাসারাঙ্গা মাত্র ৪ টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটে আগ্রহ হারিয়েছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছিল।

যদিও ৬ মাসের ব্যবধানে অবসর ভেঙে টেস্টে ফিরলেন হাসারাঙ্গার। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টেস্টের দলে রাখা হয়েছে তারকা এই লেগ স্পিনারকে। বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকের বেশ কিছু ম্যাচ মিস করবেন তিনি।

আইপিএলের নিলাম থেকে ১.৫ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ শেষ হওয়ার আগে আইপিএলে তিনটি ম্যাচ খেলবে হায়দরাবাদ। ম্যাচগুলো হবে ২৩, ২৭ এবং ৩১ মার্চ। এদিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শেষ হবে আগামী ৩ এপ্রিল।

লিগ পর্বে হায়দরাবাদের চতুর্থ ম্যাচ অবশ্য ৫ এপ্রিল। যার ফলে সেই ম্যাচ থেকে পাওয়া যাবে হাসারাঙ্গাকে। যদিও টেস্ট থেকে অবসর নেয়ায় আইপিএলের পুরো মৌসুমেই তাকে পাওয়ার কথা ছিল হায়দরাবাদের। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত বদলে টেস্টে ফেরায় বিপাকে পড়তে হলো হায়দরাবাদকে।

আফগানিস্তানের বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গার সঙ্গে ১৭ সদস্যের দলে রয়েছেন অফ স্পিনার নিশান পিইরিস। তবে জায়গা হয়নি আসিথা ফার্নান্দো এবং মিলান প্রিয়ানাথ রত্নানায়েকের। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমালরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২২ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ। পরের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে, ৩০ মার্চ থেকে। এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এই দুই দল। যেখানে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কা টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।