পিএসএল

‘ইমাদের মতো ক্রিকেটার প্রয়োজন পাকিস্তানের’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:26 রবিবার, 17 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাওয়ার প্লেতে আঁটসাঁট বোলিংয়ের জন্য বেশ আলোচিত ইমাদ ওয়াসিম। বাঁহাতি স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে মারকুটে ব্যাটিং করতে পারেন তিনি। তবে হুট করেই সবশেষ নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ইমাদ। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে আলোচনায় আছেন তিনি। পেশাওয়ার জালমিকে হারিয়ে ইসলামাবাদ ইউনাইটেডকে ফাইনালে তোলার পর শাদাব খান জানিয়েছেন, ইমাদের মতো ক্রিকেটারকে পাকিস্তানের প্রয়োজন।

পাকিস্তানের ভবিষ্যত পরিকল্পনায় আছেন, এমন নিশ্চয়তা পাওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ইমাদ। যদিও অবসর নেয়ার মাস দুয়েক পরই আবারও ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।  ফেরার ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) শর্তও জুড়ে দিয়েছেন তিনি। নিজের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পেলেই কেবল জাতীয় দলে ফিরবেন বলে জানান ইমাদ।

এদিকে বাঁহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার আবারও ফিরুক এমনটা চান শাদাব নিজেও। ইসলামাবাদের অধিনায়ক আশা করছেন বিশ্বকাপের আগে ইমাদের সঙ্গে আলোচনা করলে তিনি ফিরে আসবেন। পেশাওয়ারকে হারিয়ে ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে শাদাব বলেন, ‘আমি নিজেও চাই (ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক)।’

‘আসলে ইমাদ যখন সিদ্ধান্ত নিয়েছিল আমি তার সঙ্গে কথাও বলেছিলাম। আমি চাইনি যে সে অবসরে যাক। কারণ তার মতো ক্রিকেটার পাকিস্তানের প্রয়োজন। আল্লাহ ভালো জানে, যদি তার সঙ্গে আলোচনায় হয় তাহলে আমি আশা করি সে ফিরে আসবে। কারণ বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে।’

পিএসএলের এবারের আসরের শুরুটা ভালো হয়নি ইমাদের। তবে প্লে অফ এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্বলে ওঠেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছক্কা ও চার মেরে ২ বলে ৭ রানের সমীকরণ মিলিয়ে ছিলেন বাঁহাতি এই ব্যাটার। এলিমেনটরে বল হাতে ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। কোয়ালিফায়ারে পেশাওয়ারের বিপক্ষে দলকে জেতাতে খেলেছেন ৪০ বলে অপরাজিত ৫৯ রানের ইনিংস।

পিএসএলের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) নিয়মিত খেলেন ইমাদ। সবশেষ মৌসুমে ১১ ম্যাচে ৩১৩ রান করেছিলেন তিনি। ইমাদের চেয়ে বেশি রান করেছিলেন কেবল সাইম আইয়ুব এবং শাই হোপ। বল হাতে নিয়েছিলেন ১৪ উইকেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই ওয়েস্ট ইন্ডিজেই অনুষ্ঠিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

সিপিএলের অভিজ্ঞতা ও বর্তমান ছন্দের কারণে বিশ্বকাপে ইমাদকে পাকিস্তানের প্রয়োজন বলে মনে করেন শাদাব। এ প্রসঙ্গে ইসলামাবাদের অধিনায়ক বলেন, ‘সে যেভাবে পারফর্ম করছে এবং সিপিএলে খেলার যে অভিজ্ঞতা তাতে অবশ্যই পাকিস্তানের তাকে প্রয়োজন।’