বাংলাদেশ - শ্রীলঙ্কা সিরিজ

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন আলিস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:55 শনিবার, 02 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চমক জাগানিয়া পারফর্ম করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। বৈচিত্র ও রহস্যময় স্পিনে আলো কেড়ে ডাক পেলেও লঙ্কানদের বিপক্ষে খেলা হচ্ছে না তার। আঙুলের চোট শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন অভিষেকের অপেক্ষায় থাকা আলিস।

২০১৯ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে অভিষেকেই বাজিমাত করেছিলেন আলিস। রংপুর রাইডার্সের বিপক্ষে সেদিন ২৬ রানে ৪ উইকেট নিয়ে ঢাকাতে ম্যাচও জিতিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর অনুমেয়ভাবেই চারিদিকে সাড়া ফেলেন রহস্যময় এই স্পিনার। তবে বোলিং অ্যাকশনের জেরে কদিন পরই আলোর রোশনি সরে যায় তার উপর থেকে।

লম্বা সময় নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করে এবারের বিপিএল দিয়ে ফিরেছেন আলিস। চার বছর আগের মতো এবারও সাড়া ফেলেন তিনি। সিলেটের বিপক্ষে স্পিন, টার্ন এবং সুইংয়ে রীতিমতো নাজমুল হাসান শান্তদের বোকা বানিয়েছেন এই স্পিনার। এর কদিন পরই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পান আলিস।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেলেও সবশেষ কয়েক ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দেখা যায়নি তাকে। আঙুলের চোটের কারণে মূলত খেলতে পারেননি তিনি। আঙুলের চোটের পরিস্থিতি বুঝতে বিসিবিতে ডাকা হয়েছে আলিসকে। ৩ মার্চ বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরকে হাত দেখাবেন এই স্পিনার।

ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন দেবাশীষ। বিসিবির মেডিকেল বিভাগের প্রধান বলেন, ‘আমি এখন সিলেট আছি। তাকে (আলিস) আমি আগামীকাল আসতে বলেছি। হাতের পরিস্থিতি না দেখা পর্যন্ত আমি কোন মন্তব্য করতে পারছি না। তবে শুনেছি আঙুলে চোট পেয়েছে।’

পরোক্ষণেই জানতে চাওয়া হয় আঙুলের চোট থাকলে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে কিনা। এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘দেখুন, যেহেতু স্পিনার তাই আঙুলে চোট পেলে বিশ্রামে তো থাকতেই হবে। তবে হাত দেখলে তারপর আরও বিস্তারিত বলতে পারবো।’

এদিকে বিসিবির নির্বাচক হান্নান সরকার ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন আলিস। স্কোয়াডে তাইজুল ইসলাম, শেখ মেহেদী এবং রিশাদ হোসেনকে নিয়ে তিনজন স্পিনার থাকায় নতুন করে কোনো স্পিনার যোগ করছেন না তারা। জানা গেছে, আলিসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনকে।