বিপিএল

‘এবার ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ভিন্ন ছিল, ওরা ওদের মতো পরিকল্পনা করেছে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 শনিবার, 02 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতেই হারিয়েছিলেন ইমরুল কায়েস। টুর্নামেন্ট সামনে এগিয়ে যেতে একাদশ থেকেও জায়গা হারান এই টপ অর্ডার ব্যাটার। এসব নিয়ে অবশ্য আক্ষেপ নেই ইমরুলের। পুরো বিষয়টিকে তিনি পেশাদার সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

কুমিল্লার হয়ে মোট তিনটি শিরোপা জিতেছেন ইমরুল। গত দুই আসরে টানা দুটি ট্রফি জিতিয়ে দলকে এবার হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যান ইমরুল। যদিও আসরের শুরুতেই তার কাছ থেকে নেতৃত্বভার কেড়ে নিয়ে চমকে দেয় কুমিল্লা।

নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম ঘোষণা করে চারবারের শিরোপাজয়ী কুমিল্লা। তখনই ইমরুল জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত পেশাদারভাবেই নিয়েছেন তিনি। টুর্নামেন্ট শেষেও একই কথা মনে করিয়ে দিয়েছেন এই ব্যাটার।

তিনি বলেন, 'এটা পেশাদার ক্রিকেট। এখানে আবেগের কোনো জায়গা নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম কুমিল্লাকে সার্ভ করার জন্য। আমার মনে হয় আমি সেটা করতে পেরেছি। এই বছর দৃশ্যপট ভিন্ন ছিল, পরিবেশ ভিন্ন ছিল, ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ভিন্ন ছিল। তারা তাদের মতো পরিকল্পনা করেছে।'

ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা। জবাবে চার উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ফরচুন বরিশাল। প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় তারা।

ম্যাচ নিয়ে ডাগআউটে বসে থাকা ইমরুলের বিশ্লেষণ, 'ওরা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। ওই অনুযায়ী ওরাই চ্যাম্পিয়ন হয়েছে। যে উইকেট ছিল আজকে, অন্তত ২৫ থেকে ৩০ রান কম হয়েছে। এটা ১৮০ রানের উইকেট। আমরা প্রথমেই বলেছিলাম। আমাদের যেভাবে শুরু হয়েছিল, সেভাবে শেষ করতে পারিনি। আমার মনে হয় এই জায়গায় আমাদের ঘাটতি ছিল। আর বোলিংয়ে আমাদের ছোটোখাটো কিছু ভুল করেছি। যার জন্য আমাদের বোলাররা অতিরিক্ত কিছু রান দিয়ে ফেলেছে। এ ছাড়া আমার কাছে মনে হয় ম্যাচটা আরও ক্লোজ হতো।'

ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস না জেতায়ও ক্ষতি হয়েছে কুমিল্লার, 'দেখুন ফাইনাল ম্যাচে টস অবশ্যই বড় একটা ব্যাপার। কারণ আপনি কি চাচ্ছেন সেটার বিরুদ্ধে চলে যাচ্ছে। অন্যের পরিকল্পনায় যেতে হয়। তারমানে টস অবশ্যই একটা বড় ব্যাপার।'