জিয়ার স্পিন বিষে নীল আয়ারল্যান্ড, শেষ বিকেলে লড়াইয়ে আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:52 বৃহস্পতিবার, 29 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মার্ক অ্যাডায়ারের ৫ উইকেটে আফগানিস্তানকে অল্পতেই গুটিয়ে দেয় আয়ারল্যান্ড। এরপর ব্যাটিংয়ে নেমে ক্রমশই লিড বাড়িয়ে নিচ্ছিলেন সফরকারীরা। তবে আইরিশদের লাগাম টেনে ধরেন জিয়াউর রহমান। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে ১০৮ রানের লিড নিয়েই থামতে হয় আয়ারল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করে আফগানিস্তানকে লড়াইয়ে রেখেছেন হাশমতউল্লাহ শাহিদি।

আগের দিনের ৪ উইকেটে ১০০ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই হ্যারি টেক্টরকে হারায় আয়ারল্যান্ড। নাভিদ জাদরানের চতুর্থ স্টাম্পের লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে লেগ বিফোর হয়েছেন টেক্টর। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি ৩২ রান করা এই ব্যাটারের। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন পল স্টার্লিং এবং লরকান টাকার।

তারা দুজনে মিলে যোগ করেন ৮০ রান। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন স্টার্লিং। পঞ্চাশ ছোঁয়ার পরই অবশ্য অভিজ্ঞ এই ব্যাটারকে হারায় সফরকারীরা। লাঞ্চের ঠিক আগ মুহূর্তে জহির খানের টার্ন করে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন ৫২ রানের ইনিংস খেলা স্টার্লিং। তাতেই টাকারের সঙ্গে জুটি ভাঙে তার।

স্টার্লিং হাফ সেঞ্চুরি করে ফিরলেও পঞ্চাশ ছোঁয়া হয়নি টাকারের। অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে কভার ড্রাইভ করেছিলেন তিনি। তবে এজ হয়ে বল চলে যায় স্লিপে থাকা রহমত শাহর হাতে। তাতে হাফ সেঞ্চুরির আগে ৪৬ রানে ফিরতে হয় টাকারকে। এরপর অ্যান্ডি ম্যাকব্রাইন একপ্রান্ত আগলে রাখলেও অপরপ্রান্তের ব্যাটাররা সুবিধা করতে পারেননি।

অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থিরা ফেরার পর শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ম্যাকব্রাইন। তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। যার ফলে ২৬৩ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার জিয়া। এ ছাড়া আফগানদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাভিদ।

১০৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানের মাঝেই ২ উইকেট হারায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান এবং রহমত দ্রুতই ফেরার পর হাল ধরেন নুর আলী জাদরান এবং শাহিদি। তারা দুজনে শুরুর বিপর্যয় সামাল দেন। তবে দলের রান একশ হওয়ার আগে আউট হয়েছেন নূর। ৩২ রান করা এই ব্যাটারকে ফিরিয়েছেন ম্যাকার্থি।

রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে শেষ বিকেলটা কাটিয়েছেন শাহিদি। তাতে আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিন শেষে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৫৩ রানে অপরাজিত আছেন শাহিদি। তাকে সঙ্গ দেয়া গুরবাজ অপরাজিত ২৩ রানে। আয়ারল্যান্ডের চেয়ে ২৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান।