বাংলাদেশ ক্রিকেট

তামিমের সঙ্গে হওয়া কথা নিজেদের মধ্যেই রাখতে চান শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:19 সোমবার, 15 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা বিরতি দিয়ে গত বছরের সেপ্টেম্বরের পর সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল। ক্রিকেটে ফিরেই ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজে হয়েছেন বিপিএলের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার। বাঁহাতি এই ওপেনারের ছন্দময় ব্যাটিং অব্যাহত রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিতই রান করছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে তামিম যখন নিয়মিত করছেন তখন বারংবার আলোচনা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে। বিপিএলের ফাইনালের দিন তামিম জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরতে হলে অনেক কিছুই ঠিক হতে হবে। এরপর জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজকে নিজের ভাবনার কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি হয়নি।

এমন সময়ের মাঝে নাজমুল হোসেন শান্তর ডাকে সাড়া দিয়েছেন তামিম। গুঞ্জন আছে আন্তর্জাতিক নিয়ে বাঁহাতি এই ওপেনারের ভাবনা জানতে কথা বলার আহ্বান জানান শান্ত। বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়কের ডাকা সাড়া দিয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষে তাদের ড্রেসিং রুমে গিয়েছিলেন তামিম। যেখানে নিজের অবস্থান পরিস্কার করেছেন তারকা এই ক্রিকেটার।

ড্রেসিং রুমে তামিমের সঙ্গে বাংলাদেশের অধিনায়কের কী কথা হয়েছে সেটা জানতে চাওয়া গণমাধ্যমের। এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইয়ের মধ্যেই থাক।’ তিনি আরও যোগ করেন, ‘স্বাভাবিকভাবে আমি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’

টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় আপাতত টেস্ট এবং ওয়ানডে খেলার জন্য উপযোগী তামিম। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় খুব বেশি ওয়ানডে খেলা নেই বাংলাদেশের। তবে চলতি বছরে বেশ কয়েকটি টেস্ট খেলবে শান্তর দল। যদি তামিম জাতীয় দলের জার্সিতে ফেরেন তাহলে তার অভিজ্ঞতা দলের এবং তরুণ ক্রিকেটারদের জন্য লাভ হবে বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘হ্যাঁ, ওয়ানডে তো অনেক পরে এই মুহূর্তে ওইটা নিয়ে পরিকল্পনা নেই কিন্তু উনার যে অভিজ্ঞতা আছে অবশ্যই উনি থাকলে দলের অনেক লাভ হয়। বিশেষ করে জুনিয়র খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে লম্বা চিন্তা করা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’

ডিপিএলে ছন্দে থাকলেও আবাহনীর বিপক্ষে ভালো করতে পারেননি তামিম। বড় লক্ষ্য তাড়ায় বাঁহাতি এই ওপেনার ফিরেছেন মাত্র এক রানে। তামিমের ব্যাটিং কেমন দেখছেন এমনটা জানতে চাওয়া হয়েছিল শান্তর কাছে। বাংলাদেশের অধিনায়ক জানান, এটা নির্বাচকদের কাজ। তবে ডিপিএল এবং বিপিএলে করা তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ না কারণ এটা নির্বাচকরা দেখবেন। কিন্তু আমি একজন খেলোয়াড় হিসেবে ছোট বেলা থেকেই উনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করেন উপভোগ করি। দুর্ভাগ্যজনকভাবে আজকে রান করতে পারেননি কিন্তু ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। উনার প্রত্যেকটা ইনিংসও উপভোগ করেছি।’

তামিম ফিরলে ভালো লাগবে জানিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই, ভালো তো লাগবেই। সভাপতি স্যার যেটা বলেছেন সত্যি বলতে আমি জানি না এটা বলেছেন। কিন্তু তামিম ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে আমি একটু আগে যেটা বললাম নতুন যারা খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছে।’