ভারত- ইংল্যান্ড সিরিজ

ভারতকে ৩-২ ব্যবধানে হারাতে চান স্টোকস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:28 সোমবার, 19 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে একটিতে হারলেও ইতোমধ্যেই দুটি ম্যাচ জিতে গেছে ভারত। রাঁচি ও ধর্মশালায় শেষ দুই টেস্টে হার এড়ালেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতেও বিচলিত নন বেন স্টোকস। সিরিজের বাকি দুটি ম্যাচ জিতে ৩-২ ব্যবধানে জয়ের আগাম ঘোষণা দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

হায়দরাবাদে প্রথম টেস্ট দারুণভাবে জিতে এগিয়ে যাওয়া ইংল্যান্ড বিশাখাপত্তমে দ্বিতীয় ও রাজকোটে তৃতীয় টেস্ট হেরেছে। শেষ দুটি ম্যাচে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি স্টোকসের দল। অনেকটা একপেশে ম্যাচ খেলেই জিতেছে ভারত।

স্টোকস বলেন, ‘আমরা জানি আপনি যেভাবে চান, সবকিছু সব সময় সেভাবে হয় না। আমরা সিরিজে ২–১ ব্যবধানে পিছিয়ে পড়েছি। এখনো দুই ম্যাচ বাকি। তাই ৩–২ ব্যবধানে সিরিজ জিতে ট্রফি নিয়ে ঘরে ফেরার দারুণ সুযোগ রয়েছে।’

‘এটা নিশ্চিত করতে চাই যে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে যা আসছে, সেটার দিকে মনোযোগ দিচ্ছি। কারণ, মনস্তাত্ত্বিকভাবে ম্যাচ জেতাও যায় আবার হারাও যায়। এ সপ্তাহে আমাদের সঙ্গে যা ঘটে গেল, সেই আবেগ ও হতাশা থেকে বের হব এবং পরবর্তী সপ্তাহ (ম্যাচ) নিয়ে ভাবব।’

পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয়ের হুঙ্কার অবশ্য আগেও দিয়েছেন স্টোকস। ঘরের মাঠে গত বছরের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর এমন হুঙ্কার দেন তিনি। সেবার অবশ্য তার কথাটা কাজে লাগেনি।

ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে বৃষ্টি বাগড়া না দিলে হয়তো সেবারই স্টোকসের চাওয়া পূরণ হতো। তবে কথার সঙ্গে ফলাফলে কিছুটা মিল রেখেছে স্টোকসবাহিনী। শেষ পর্যন্ত সেই সিরিজটি শেষ হয় ২–২ সমতায়।