ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

শামার জোসেফকে কেন্দ্রীয় চুক্তিতে আনল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 শুক্রবার, 02 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার মাটিতে বিস্ময় সৃষ্টি করা শামার জোসেফকে এবার কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে সিডব্লুআই। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোসেফের অমূল্য অবদানের কারণেই তাকে এভাবে পুরস্কৃত করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড।

অভিষেক ডেলিভারিতেই স্টিভ স্মিথের উইকেট তুলে নিয়েছিলেন শামার। এরপর পায়ে ব্যথা নিয়েই গ্যাবায় গড়েছিলেন ইতিহাস। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিবিয়ানদের জয় এনে দিয়েছেন এই তরুণ পেসার। হয়েছেন ম্যাচ সেরাও।

তাকে কেন্দ্রীয় চুক্তিতে নেয়ার ব্যাপারে সিডব্লুআইয়ের পরিচালক ও ক্রিকেট ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স কমিটির প্রধান এনোখ লুইস বলেন, ‘আমরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আমাদের দায়িত্ব হচ্ছে শামার জোসেফকে সিডব্লুআই ইন্টারন্যাশনাল রিটেইনার কন্ট্রাক্টে (কেন্দ্রীয় চুক্তি) তুলে আনা।’

‘তার অসাধারণ মেধা ও অটল নিবেদন গ্যাবায় আমাদের সাম্প্রতিক অসাধারণ জয়ের ভিত্তি গড়ে দিয়েছে। এমন সম্ভাবনাময় মেধার স্বীকৃতি দরকার। শামারকে চুক্তিতে আনা শুধু তার পুরস্কার নয়, এটি সে অর্জন করেছে।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে খেলার আগ্রহ থাকায় জেসন হোল্ডার, কাইল মায়ার্স ও নিকোলাস পুরানের মতো অনেক ক্রিকেটারই ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে নেই। সেখানে পুরোপুরি ব্যতিক্রম শামার জোসেফ।

ইতোমধ্যেই শামার জানিয়ে দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভনীয় প্রস্তাব বাদ দিয়ে দেশের হয়ে টেস্ট খেলতে চান তিনি। তার এমন নিবেদন ভালো লেগেছে বোর্ডের। এমনকি শামারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেয়ার আগ্রহও প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলের হেড কোচ ড্যারেন স্যামি।

২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি- অ্যালিক অ্যাথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেইডেন সিলস এবং রোমারিও শেফার্ড।