পিএসএল

পিএসএলে দল পেলেন না বাংলাদেশের ২১ ক্রিকেটারের কেউ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 বুধবার, 13 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

নাম দিলেও জাতীয় দলকে সময় দিতে শেষ মুহূর্তে নিজের নাম সরিয়ে নেন সাকিব আল হাসান। তারকা এই অলরাউন্ডার নিজেকে সরিয়ে নিলেও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের জন্য ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২১ ক্রিকেটার। তবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কেউই।

বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়াটা খানিকটা অনুমেয়ই ছিল। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। এদিকে প্রায়ই একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া বিপিএল শেষ হবে ১লা মার্চ।

বিপিএল শেষ হওয়ার পরও ১৮ দিন চলবে পিএসএল। সেই সুযোগ একটু সুযোগ পেতে পারতেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু মার্চের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা। যে কারণে বিপিএলের পর বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকবেন লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিয়ে।

তাতে করে পিএসএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ নেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের। তাতেই হয়ত টাইগার ক্রিকেটারদের প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। পিএসএলের ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন ৬ ক্রিকেটার।

তামিম ইকবালের সঙ্গে সেই তালিকায় ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। গোল্ড ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গী ছিলেন তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মুক্তার আলী।

সবচেয়ে বেশি ৯ ক্রিকেটার ছিলেন সিলভার ক্যাটাগরিতে। এনামুল হক বিজয়ের সঙ্গে নাম দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিপন মন্ডল, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার ও জিয়াউর রহমান। এদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন না বাংলাদেশের কেউ।