promotional_ad

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দ্বিতীয় দিনের পুরোটা সময় কাভার ঢাকা ছিল উইকেট, মাঠে গড়ায়নি একটি বলও। তৃতীয় দিনের সকালটাও ভেস্তে গেছে বৃষ্টি এবং ভেজা মাঠের সৌজন্যে। উইকেট কাভারে ঢাকা থাকলেও সুবিধা পাচ্ছিলেন স্পিনাররা। টার্নের সঙ্গে বাড়তি বাউন্সও পেয়েছেন নাঈম হাসান, এজাজ প্যাটেলরা। মিরপুরের উইকেটের সহজাত চরিত্র অনুযায়ী সময় যত বাড়বে স্পিনাররা ততই ভয়ঙ্কর হয়ে উঠবেন।


বলা হয়ে থাকে মিরপুরের উইকেট ব্যাটারদের জন্য ‘মৃত্যুকূপ’, স্পিনারদের জন্য অবশ্য স্বর্গ। চতুর্থ দিনে বৃষ্টির কবলে না পড়লে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠবেন স্পিনাররা। সেটা সামলাতে বাড়তি চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তাদের। প্রথম ইনিংসে গ্লেন ফিলিপসের ‘শো’র পরও মাত্র ৮ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিং করাটা যে কঠিন সেটা বোঝা গেছে সফরকারীদের অন্য ব্যাটারদের দেখে।


promotional_ad

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে স্বস্তিতে ছিলেন না বাংলাদেশের ব্যাটাররা। ৮ ওভারে ৩৮ রান তুললেও হারাতে হয়েছে ২ উইকেট। মিরপুর চতুর্থ ইনিংসে ২০০ রান তাড়া করাটা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। সেটা ভালো করেই জানেন নাঈম। সে কারণেই হয়ত দ্বিতীয় টেস্ট জিততে নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চান ডানহাতি এই স্পিনার।


লম্বা সময় ব্যাটিং করার আশা ব্যক্ত করে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, ‘আমার মনে হয় আমরা যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য ভালো। ২০০-২২০ রান করতে পারলে ইনশাল্লাহ আমরা ডিফেন্ড করতে পারবো।’


মিরপুরে লম্বা সময় ব্যাটিং করার বিকল্প দেখছেন না নাঈম। তিনি বলেন, ‘না, আমরা যদি ভালো ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো। আর আমরা এখন ম্যাচে এগিয়ে আছি, এটা এখন আমাদের ধরে রাখতে পারবো। এখান থেকে আমরা যতক্ষণ ব্যাটিং করবো, যত ভালো ব্যাটিং করবো তত ভালো হবে।’


প্রথম দিনের শেষ বিকেলে মাত্র ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। সফরকারীদের বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ছিলেন শুধু ড্যারিল মিচেল ও ফিলিপস। তাতে করে প্রথম ইনিংসে লিডের আশায় ছিল বাংলাদেশ। তাদের স্বপ্ন ধুলিসাৎ করেছেন করেছেন ফিলিপস, খেলেছেন ৮৭ রানের ইনিংস। লিড না পেলেও আক্ষেপ নেই নাঈমের। তবে লিড পেলে ভালো হতো বলে জানান তিনি।


নাঈম বলেন, ‘ আসলে ওরাও তো (নিউজিল্যান্ড) খেলতে আসছে তো… আর একটা জুটি হতেই পারে, যে কেউই একজন ভালো খেলতেই পারে। এখন ওদের মধ্যে (ফিলিপস) ভালো খেলছে, এজন্য ওরা লিড নিতে পারছে। লিড পেলে ভালো হতো… এখন আমরা আল্লাহর রহমতে দিন শেষে লিডে আছি, আমরা যদি ভালো ব্যাটিং করি, ভালো একটা স্কোর হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball