শচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি, বিশ্বাস লারার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের পর ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি তিনি। সর্বশেষ বিশ্বকাপে স্বপ্নের মতো ফর্ম কাটিয়েছেন কোহলি। টুর্নামেন্ট জুড়ে পেয়েছেন তিনটি সেঞ্চুরি। ব্যাট হাতে করেছেন ৭৬৫ রান।
ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের করা ৪৯টি সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন তিনি। কোহলির নামের পাশে এখন তিন ফরম্যাট মিলিয়ে ৮০টি সেঞ্চুরি। জল্পনা-কল্পনা চলছে কোহলি কতদিনের মধ্যে শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন। যদিও ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা মনে করেন শচিনের রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি।

এর পেছনে যুক্তি দিয়ে তিনি বলেছেন, ‘কোহলির বয়স কত? ৩৫, ঠিক? কোহলির এখনো ২০টি শতক দরকার। প্রতিবছরে ৪টি করে শতক করলে শচিনের সমান হবে। খুবই কঠিন কাজ। নিশ্চিত করে বলতে পারছি না, কেউ পারবে না। যারা বলছে কোহলি শচিনের ১০০ শতকের রেকর্ড ভাঙবে, তারা ক্রিকেটের যুক্তিকে বিবেচনায় নেয়নি। ২০ শতক এখনো অনেক দূরে। বেশির ভাগ ক্রিকেটার পুরো ক্যারিয়ারেই তা পারে না।’
অবশ্য আগামী ৩ বছর নিজের ফর্ম ধরে রাখতে পারলে শচিনের রেকর্ড ভাঙা খুব একটা কঠিন হবে না কোহলির। এই সময়ের মধ্যে ভারত ২৭টি ওয়ানডে, ৩২টি টেস্ট ও ৪৩টি টি-টোয়েন্টি খেলবে। এর বাইরে ২০২৪ ও ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে ভারত।
২০২৫ সালে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এর বাইরে বেশ কয়েকটি এশিয়া কাপও রয়েছে। ফলে ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারলে অন্তত ১০২টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ আছে কোহলির সামনে। এর মধ্যে ২০টি সেঞ্চুরি পাওয়া কোহলির জন্য অসাধ্য কিছু নয়।
যদিও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটে খেলা হয়নি কোহলির। কোহলি যদি এই ফরম্যাটে আর না ফেরেন তাহলে তার ম্যাচের সংখ্যা আরও কমতে পারে। চলতি বছর কোহলি ৩৪ ইনিংসে ৮টি সেঞ্চুরি তুলে নিয়েছেন। সেই কোহলি ১০২ ম্যাচে ২০টি সেঞ্চুরি পাবেন না?