বাংলাদেশ নারী - সাউথা আফ্রিকা নারী সিরিজ

জয় দিয়ে সাউথ আফ্রিকা সফর শুরু বাংলাদেশের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:33 রবিবার, 03 ডিসেম্বর, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জয়ের ধাঁরা অব্যাহত রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জয়ের পর সাউথ আফ্রিকা নারীদের বিপক্ষেও জয় দিয়ে সিরিজ শুরু করেছে নারীরা। ওপেনার মুর্শিদা খাতুনের ৬২ রানে ভর করে ১৪৯ রানে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং ও স্বর্ণা আকতারের ৫ উইকেটে ১৩ রানের জয় পায় বাংলাদেশ।

বড় লক্ষ্য তারা করতে নেমে সাউথ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার অ্যানেকে বস্ক ও তাজমিন ব্রিটস। তাদের ৬৯ রানের জুটি বাংলাদেশকে জয়ের পথ থেকে প্রায় দূরে সরিয়ে দেয়। তবে বিপদ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙেন রাবেয়া খান। তাজমিন আউট হওয়ার পরের ওভারে নতুন ব্যাটার আন্নেরি ডার্কসেনকে বোল্ড করেন সোবহানা মোস্তারি।

অবশ্য বাংলাদেশের জয়ের পথে কাটা হয়ে দাঁড়ায় ওপেনার বস্ক। তবে ৪৯ বলে ৬৭ রান করা এই ব্যাটারকে আউট করে বাংলাদেশের জয়ের পথটা দেখান স্বর্না। অবশ্য এখানেই থামেননি এই টাইগার বোলার। এদিন প্রোটিয়া ব্যাটারদের একাই থামিয়েছেন তিনি। ম্যাচের শেষ ওভারে দুই উইকেট তুলে নিজের পাঁচ উইকেটের পাশাপাশি সাউথ আফ্রিকার মটিতে বাংলাদেশের প্রথম জয়ও নিশ্চিত করেন তিনি।

এদিন সাউথ আফ্রিকার বেনোনিতে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মুর্শিদা ও শামিমা সুলতানা। উদ্বোধনী জুটিতে দুজন গড়েন ৪৪ রানের জুটি। তবে ২৪ বলে ২৪ রান করা শামিমাকে আউট করে এই জুটি ভাঙেন প্রোটিয়া বোলার নন্দুমিসো সাংগাসে।

এরপর উইকেটে আসা সোবহানাকে নিয়ে আবারো জুটি গড়েন মুর্শিদা। তুলে নেন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরি। তবে ৩৯ রানের এই জুটি ভাঙেন এলিজ মারি মাক্স। এই মিডিয়াম পেসারের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন ১৬ রান করেই ফেরেন সোবহানা। ম্যাচের বাকি সময়টা আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

এরপর অধিনায়ক জ্যোতি উইকেটে এসে করেন আগ্রাসী ব্যাটিং। তার অপরাজিত ২১ বলে ৩৪ ভর করে ৬৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। অপর প্রান্তে থাকা মুর্শিদা অপরাজিত থাকেন ৫৯ বলে ৬২ রানের ইনিংস খেলে। তার এক ছয় ও ৬ চারে সাজানো ইনিংসে ভর করেই বাংলাদেশ ১৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।