promotional_ad

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিলেন ব্রাভো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন অথচ ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এমন দশা অবাক করেছে ক্রিকেট বিশ্বকে। ফলে ২০২৭ বিশ্বকাপ মাথায় রেখে দলটি তরুণদের নির্বাচন করেছে। বাদ পড়েছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার ড্যারেন ব্রাভো। এরপর অভিমানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ক্যারিবীয় ব্যাটার।


২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রঙিন পোশাকে অভিষেক হয় ব্রাভোর। এরপর দলের হয়ে ১২২টি ওয়ানডে, ৫৬ টি টেস্ট ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে শেষ ২০২২ সালের পর আর কোনো ওয়ানডে খেলেননি তিনি। যদিও সাম্প্রতিক সময়ে সুপার ৫০ কাপে দারুণ পারফরম্যান্স করেছেন এই মিডল অর্ডার। আছে ১৩৯ রানের অপরাজিত এক ইনিংস।


promotional_ad

টুর্নামেন্টে খেলছেন মোট ৮ ইনিংস। যেখানে ৫২ গড়ে ৪১৬ রান করেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনায় রয়েছে ২০২৭ বিশ্বকাপ। ফলে তরুণদের নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। কিন্ত ব্রাভোকে দলে রাখা না রাখার ব্যাপারে কোনও কিছুই জানায়নি নির্বাচকরা। ফলে ক্যারিয়ারের এমন সময়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


আক্ষেপ নিয়ে নিজের ইনস্টাগ্রামে ব্রাভো লিখেছেন, 'কোনও রকম যোগাযোগ ছাড়াই আমাকে অন্ধকারে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনটি দল (তিন সংস্করণে) একাধিক ফরম্যাটে প্রতিনিধিত্ব করছে। যেখানে প্রায় ৪০ থেকে ৫০ জন খেলোয়াড় রয়েছে। আর আমি যদি কোনও একটি দলেও না থাকি... নিজেদের ঘরোয়া টুর্নামেন্টে রান করেও। যার মানে দাঁড়ায় তারা (নির্বাচকরা) এটা দেয়ালে লিখে দিয়ে বলে দিয়েছে (নির্বাচন না করার ব্যাপারে)।'


অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করেই দলটির প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেছিলেন তাদের মূল লক্ষ্য ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে সাফল্য পাওয়া। ফলে ব্রাভো নিজেও বুঝতে পেরেছেন তরুণ ক্রিকেটারদের দলে জায়গা পাওয়াটাও বেশ জরুরী। তবে এখনই হাল ছাড়তে নারাজ ব্রাভো। তরুণদের জন্য জায়গা ছাড়তে তিনিও একমত।


৩৪ বছর বয়সী এই ক্যারিবিয়ান বলেন, 'আমি হাল ছেড়ে দিচ্ছি না কিন্তু আমি বিশ্বাস করি যে একটু দূরে সরে যাওয়া এবং হয়তো একজন তরুণ এবং আসন্ন প্রতিভার জন্য কিছু জায়গা তৈরি করাটা ভালো (সিদ্ধান্ত)। আমি প্রত্যেককে শুভকামনা জানিয়ে (ক্যারিয়ার) শেষ করব। আমি এখনও ??িজের স্বপ্নে বাস করেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball