অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

ছবি: পিসিবি

দেশটির প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। কবে নাগাদ টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেয়নি পিসিবি। ফলে ধারণা করা যাচ্ছে, লম্বা সময়ের জন্যই স্থগিত করা হয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
কাল দেশে ফিরছেন রিশাদ-নাহিদ
৭ ঘন্টা আগে
কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে সবশেষ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এমন অবস্থায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা হওয়ায় স্থগিত করা হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। তখন থেকেই গুঞ্জন ছিল, নিরাপত্তার স্বার্থে পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হতে পারে পিএসএল। যদিও পিসিবি চেয়েছিল করাচিতে টুর্নামেন্ট শেষ করতে।

পিসিবির এমন প্রস্তাবে সায় দেননি পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের কেউই। তাদের চাওয়াতেই শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয় টুর্নামেন্টটি। তবে কয়েক ঘণ্টা পর পিএসএলের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। সবশেষ ২৪ ঘণ্টায় পরিস্থিতি উত্তরণের পরিবর্তে অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
পিছিয়ে যেতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর
১০ ঘন্টা আগে
প্রথমবারের মতো পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে রিশাদ আলো ছড়ালেও নাহিদ মাঠে নামার সুযোগ পাননি পেশাওয়ারের জার্সিতে। তাদের দুজনকে ফেরাতে পিসিবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা দিতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে পিসিবি।
বিশেষ বিমানে করে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনদের রাতে পাকিস্তান ছেড়েছেন বাংলাদেশের রিশাদ ও নাহিদ। জানা গেছে, দুবাইয়ে পৌঁছার পর বাংলাদেশের বিমান ধরবেন তারা। সংযুক্ত আরব আমিরাত সিরিজের আরও কয়েকদিন দেরি থাকায় দেশে ফিরবেন রিশাদ ও নাহিদ। বাকি বিদেশি ক্রিকেটাররাও নিজ নিজ দেশে ফিরে যাবেন দুবাই থেকে।