promotional_ad

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে দুই নতুন মুখ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নদের করুন দশা অবাক করেছে ক্রিকেট বিশ্বকে। তবে অতীতকে পিছনে ফেলে দলটির নজর এখন ২০২৭ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস।


ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে যথারীতি অধিনায়কত্ব করবেন শাই হোপ। সহ-অধিনায়ক হিসেবে হিসেবে থাকবেন আলজারি জোসেফ। অবশ্য ওয়ানডে সিরিজে রাখা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার ও নিকোলাস পুরানকে। মূলত ৫০ ওভারের ম্যাচের তুলনায় ক্রিকেটের ছোটো সংস্করণ টি-টোয়েন্টিকেই বেশি প্রাধান্য দেন তারা।


promotional_ad

এদিকে লম্বা সময় পর দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার শেন ডওরিচ। ক্যারিবিয়ানের হয়ে ৩৫ টি টেস্ট খেলা ডওরিচের ওয়ানডে অভিষেক হয় ২০১৯ সালে। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬ রান করেই ফেরেন তিনি। এরপর আর দলে ফেরা হয়নি তার। তবে সম্প্রতি সুপার ৫০ কাপে দারুণ পারফরম্যান্সে ফিরলেন রঙিন পোশাকে। ওপেনার কিজর্ন অটলেও প্রায় তিন বছর পর দলে ডাক পেলেন।


এই সিরিজে দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শারফানে রাদারফোর্ড ও ম্যাথিউ ফোর্ড। ২৫ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার করতে পারেন মিডিয়াম পেস। বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হলেও ৫০ ওভারের ম্যাচে এখনও অভিষেক হয়নি তার। এদিকে প্রথমবার দেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকবেন ২১ বছর বয়সী পেসার ম্যাথিউ ফোর্ড।


নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক। তার পরিকল্পনায় থাকছে ২০২৭ বিশ্বকাপ। হেইনস বলেন, 'আমরা আশাকরি এই সিরিজে দারুণ লড়াই হবে। আমরা এটাও বিশ্বাস করি যে এই স্কোয়াড ঘরের কন্ডিশনে ভালো করবে। আমাদের একটি দৃঢ় লক্ষ্য রয়েছে। আমরা একটি শক্ত দল গড়ার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্য হলো ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে সাফল্যের জন্য (দল) পুনর্গঠন করা।'


আগামী ৩ ও ৬ ডিসেম্বর অ্যান্টিগায় সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর বার্বাডোজে। এরপর দল দুটো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।


ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, শেন ডওরিচ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, কেজর্ন ওটলি, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও ওশানে থমাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball