তবুও ২ কোটি টাকা পাচ্ছেন সাকিবরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৯ ম্যাচে ২ জয়, ৭ হার, বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের পারফরম্যান্সের পরিসংখ্যানটা ঠিক এমন। এবারের টুর্নামেন্টকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ হিসেবে আখ্যা দিয়েছেন সাকিব আল হাসান। এমন পারফরম্যান্সের পরও আইসিসি থেকে প্রায় ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
গত কয়েক বছরে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স ছিল ঈর্ষনীয়। উপমহাদেশের কন্ডিশনে খেলা হওয়ায় টাইগারদের নিয়ে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। সাকিব নিজেও বারবার বলছিলেন, তার শেষ বিশ্বকাপ তাই এটি জিতবে বাংলাদেশ। এবার অন্তত সেমিফাইনাল খেলবে, এমন বাজি ছিল বেশিরভাগ মানুষেরই।

সমর্থকরাও বিশ্বাস করতে শুরু করেছিল বাংলাদেশ দলকে। তবে বিশ্বকাপে উল্টে গেছে পাশার দান। আরও একবার হতাশার বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। অথচ আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে নিজেদের স্বপ্নের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরের গল্পটা কেবলই হতাশায় মোড়ানো।
ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, কারও সঙ্গেই পাত্তা পায়নি তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরলেও পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেই সমীকরণ মেলানো গেছে।
তবুও এবারের বিশ্বকাপকে ভালো বলার উপায় নেই। হতাশার বিশ্বকাপ শেষেও প্রায় ২ কোটি টাকা পাচ্ছেন সাকিবরা।আইসিসির অর্থ বণ্টনের নিয়ম অনুসারে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো ৪০ হাজার মার্কিন ডলার পাবে। বাংলাদেশ দুটি ম্যাচ জেতায় পাচ্ছে ৮০ হাজার মার্কিন ডলার।
সেই সঙ্গে যোগ হচ্ছে আরও ১ লাখ মার্কিন ডলার। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া প্রতিটি দলই পাচ্ছে ১ লাখ মার্কিন ডলার করে। তাতে বিশ্বকাপ শেষে বাংলাদেশ পাচ্ছে মোট ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে অনুমেয়ভাবে আরও বেশি অর্থ পেতেন টাইগাররা।