Connect with us

বিশ্বকাপ

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখার আগে ভিসা বিড়ম্বনায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও সেই জটিলতা কাটিয়ে এই বিশ্ব আসরে খেলতে এরই মধ্যে ভারতে পৌঁছেছে বাবর আজমের দল। পৌঁছেই স্বাগতিকদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারেরই ভারতে খেলার অভিজ্ঞতা নেই। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং নিজেদের কম্বিনেশন ঠিক করতে এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে খেলে ফেলেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩৪৫ রান করেও ৫ উইকেটে হারতে হয়েছিল বাবর আজমের দলকে।


দলের পেসারদের নিষ্প্রভতা নিঃসন্দেহে চিন্তার কারণ হবে পাকিস্তান দলের জন্য। তবে ভারতের কন্ডিশন নিয়ে ভিন্ন ধারণা দিলেন দলটির তারকা স্পিনার শাদাব খান। তিনি ভারতের কন্ডিশনের সঙ্গে পাকিস্তানের মিল পাচ্ছেন। এমনকি তার মনে হচ্ছে রাওয়ালপিন্ডিতেই খেলছেন। 


শাদাব বলেছেন, ‘ভারতের কন্ডিশন এখন পর্যন্ত পাকিস্তানের মতোই মনে হয়েছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে, এমনকি আমাদের মনে হয়েছে যে রাওয়ালপিন্ডিতে খেলছি।’

বিশ্বকাপে পাকিস্তান কেমন করবে তা নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। বেশিরভাগ সাবেক ক্রিকেটারদের ভবিষ্যদ্বাণী বাবর আজমরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে। তবে শাদাব মনে করেন যে দল ভালো বোলিং করবে তারাই বিশ্বকাপ জিতবে।

এর পেছনে কারণ হিসেবে ফ্ল্যাট উইকেট ও ছোট বাউন্ডারির উদাহরণ টেনেছেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমি মনে করি, যে দলের বোলিং ভালো, তারাই এখানে বিশ্বকাপ জিতবে। কারণ, এখানকার কন্ডিশনে ফ্ল্যাট উইকেট থাকবে এবং বাউন্ডারি ছোট। আমাদের বিশ্বমানের বোলার আছে। আমি মনে করি, চ্যাম্পিয়ন হতে হলে আমাদের বোলারদের সত্যিকার অর্থে খুব ভালো বোলিং করতে হবে।’

ব্যক্তিগতভাবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না শাদাবের। গুঞ্জন ছিল শাদাবের বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে চলেছেন আরেক স্পিনার আবরার আহমেদ। যদিও শেষ পর্যন্ত শাদাবকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরেছে পাকিস্তান। শাদাব জানিয়েছেন মানসিক সমস্যা কাটিয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপেও পারফর্ম করতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।

তার ভাষ্য, ‘আমার সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। তবে (এশিয়া কাপের পর) আমি অনেক বিশ্রাম নিয়েছি। অনেক ক্রিকেট খেললে আপনি মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত থাকবেন এবং পারফর্ম করতে পারবেন না। নিশ্চিত করেই স্কিলের বিষয় আছে। তবে প্রয়োজনীয় বিশ্রাম পাওয়ায় আমি মানসিক সমস্যাটা কাটিয়ে উঠেছি। আর যা হয়ে গেছে, তা এখন অতীত।’

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ