Connect with us

বাংলাদেশ ক্রিকেট

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বেশ কয়েকবছর খাবি খাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি নিজের মানসিকতাও বদলে ফেলেছেন তিনি। এ কারণে ৫০ থেকে ৭০ রানের ইনিংসকে এখন আর 'মানসম্পন্ন' মনে করেন না তিনি।

সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন শান্ত নিজেই। ক্রিকেট বিশ্বে তিন নম্বরে ব্যাটিং করে থাকেন বিরাট কোহলি, বাবর আজম, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, ডেভিড মালানদের মতো ক্রিকেটাররা।


এদের মতো বড় তারকারা বেশীরভাগ সময়ই দলের জয়ে বড় অবদান রাখেন। তাদের ব্যাটে অনেক সময়ই আসে সেঞ্চুরি বা সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। সেখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন শান্ত।


তিনি বলেন, 'আমি যদি দেখি তিন নম্বরে বিশ্বের অন্য ব্যাটাররা কেমন খেলছে... আমার মনে হয় না ৫০, ৬০ বা ৭০ মানসম্পন্ন কোনো রান। তাই ব্যাটিং করতে নেমে আমি সেঞ্চুরির কথা ভাবি।'

সাম্প্রতিক সময়ে দুটি ইনিংসে হাফ সেঞ্চুরির পর ফিরে গেছেন শান্ত। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করে আউট হন তিনি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭৬ রানে ফিরে যান তিনি।

এই দুটি ইনিংসে খুশি হতে পারেননি শান্তর কোচ এবং মেন্টর সোহেল ইসলাম। দেশের অন্যতম সেরা এই কোচের মতে, ইনিংস আরও বড় করা উচিত ছিল শান্তর।

কোচের এমন মন্তব্য নিয়ে শান্ত আরও বলেন, 'আমার মনে হয় উভয়ই (অনুপ্রেরণা এবং চাপ)। তবে এটাকে আমি অনুপ্রেরণাই বলব। একই সময় কোচের দিক থেকেও আমার ওপর চাপ থাকে। আমার মনে হয় এটার দরকার আছে। তাহলে আমার মনে হবে না যে আমি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে।'

'এমন নয় যে এটা ব্যক্তিগত কোনো লক্ষ্য। যেটা আমার কাছে মনে হয় আমি ১০০-১৫০ রান যদি করি, তাহলে দল ভালো একটি অবস্থানে যাবে। এশিয়া কাপে আমি শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রান করেছি, এরপর হেরে গেছি। আবার আফগানিস্তানের বিপক্কে ১০০ করেছি, আমরা জিতে গেছি।'

সর্বশেষ

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

বিগব্যাশে খেলতে অপেক্ষায় থাকতে হচ্ছে হারিস রউফকে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

শান্তর আউটে অবাক জয়, ফিলিপস বলছেন ভাগ্যবান

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়ছেন জয়

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

ক্রিকেটানন্দে ক্রিকেট মাঠে শিক্ষা সফর

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সূর্যকুমার আমার ধারে কাছেও আসতে পারবে না: গেইল

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ৬ ক্রিকেটার

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

সানি শ: খেলা দেখার জন্য দেশ হতে দেশান্তরে

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

আজমের জরিমানা বাতিল করল পিসিবি

২৮ নভেম্বর, মঙ্গলবার, ২০২৩

নিউজিল্যান্ডের ঘূর্ণি সামলে বাংলাদেশের তিনশ পার

২৭ নভেম্বর, সোমবার, ২০২৩

ঘরে জয়, বাইরে লড়াইয়ের মন্ত্রে বাংলাদেশের নতুন যাত্রা

আর্কাইভ