promotional_ad

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। এই বিশ্ব আসরকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণ করতে যাওয়া দলগুলো। এরই মধ্যে চলছে বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী ও বিশ্লেষণ। এই বিশ্বকাপে নজর থাকবে বেশ কয়েকজন তারকা ব্যাটারের দিকে।


চোখ থাকবে ভারতীয় ওপেনার রোহিত শর্মার দিকেও। বর্তমান সময়ের অনেক ব্যাটারেরই অনুপ্রেরণা রোহিত। তার কাছ থেকে অনেকে অনেক কিছুই শেখেন। এর ব্যতিক্রম নন অজি ব্যাটার মারনাস ল্যাবুশেন। বিশ্বকাপ শুরুর আগে রোহিতকে প্রশংসায় ভাসিয়েছেন ল্যাবুশেন। সুযোগ পেলে তার কাছ থেকে অনেক কিছুই শিখতে চান অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটার।


promotional_ad

অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দলে ছিলেন না ল্যাবুশেন। যদিও অ্যাস্টন অ্যাগারের ইনিজুরিতে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন এই ব্যাটার। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে মাঠে নামার আগে এই অজি তারকা অনুপ্রেরণা নিচ্ছেন ভারতীয় ওপেনার রোহিতের কাছ থেকে।


রোহিতের প্রশংসা করে ল্যাবুশেন বলেছেন, ‘রোহিত শর্মা এমন একজন, যিনি কোনো ধরনের ঝুঁকি নেয়া ছাড়া মুক্তভাবে রান করতে পারেন। একবার দাঁড়িয়ে গেলে তাকে থামানো খুবই কঠিন কাজ।’


কদিন আগেই ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। সেখানে রোহিতের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল ল্যাবুশেনের। সেখানেই ভারতীয় অধিনায়কের সঙ্গে আলাপ জমিয়েছিলেন এই অজি ব্যাটার। 


ঘটনা প্রসঙ্গে ল্যাবুশেন বলেন, ‘রোহিত যখন মাঠে নামে, আমরা একসঙ্গে হাঁটছিলাম। আমি বলি, “তুমি যা করো আমি দেখব, আমি শিখতে চাই। তোমরা এই কন্ডিশনে সেরা। আমরা এই পরিবেশে বিদেশি। আপনি প্রতিপক্ষের কাছ থেকে শিখতে পারেন। আমরাও চেষ্টা করব এবং শিখব। আর প্রতি ম্যাচে আরও ভালো খেলার চেষ্টা করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball