promotional_ad

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অক্ষর প্যাটেলের চোটে হুট করেই ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে আবারও ভারতের হয়ে বিশ্বকাপ খেলার স্বাদ পাচ্ছেন এই স্পিনার। সুযোগ পেয়ে অশ্বিন জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ।


অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন। বল হাতে পারফর্মও করেছেন। দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সই বিশ্বকাপ দলে সুযোগ করে দিয়েছে তাকে। এক বছরের বিরতিতে ওয়ানডে খেললেও এই স্পিনার জানিয়েছেন মানসিকভাবে এখনও ভালো অবস্থায় আছেন তিনি।


promotional_ad

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অশ্বিন বলেছেন, 'মানসিকভাবে এখন ভালো জায়গায় আছি। গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।'


অশ্বিন ধরেই নিয়েছিলেন এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। তাই কেউ বিশ্বকাপে খেলার কথা বললে বিশ্বাসই করতেন তা তিনি। তবে সুযোগ পেয়ে আনন্দিত তিনি। বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান অশ্বিন।


তিনি বলেন, 'আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম, আপনি মজা করছেন। কিন্তু জীবনটা এ রকমই। অবাক করার মতোই। সত্যি বলতে, আমি ভাবতেই পারিনি আজ এ জায়গায় থাকব। আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতিই দায়ী। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা দেখিয়েছে।'


২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি অশ্বিনের। তবে ২০১৫ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। সেই বিশ্ব আসরে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১১ বিশ্বকাপেও খেলেছিলেন এই ডানহাতি স্পিনার। বিরাট কোহলি ছাড়া তিনিই ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ২০১১ বিশ্বকাপে খেলেছেন। 


ঘরের মাঠে বিশ্বকাপ বলে কিছুটা চাপে থাকবে ভারত। তবে সেই চাপ সামলানোর ক্ষমতা ভারতের আছে বলেই মনে করেন অশ্বিন, 'দুই দিকে বল ঘোরাতে পারি। সেই ক্ষমতা আমার রয়েছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় যে চাপ থাকে সেটা সামলানোই আসল কাজ। প্রতিযোগিতা কেমন যাবে, সেটা চাপ সামলাতে পারার ক্ষমতাই বলে দেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball