Connect with us

ভারতীয় ক্রিকেট

জাদেজাকে ব্যাট হাতে ম্যাচ জেতাতে বলছেন গম্ভীর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বল হাতে নয়, রবীন্দ্র জাদেজাকে ব্যাট হাতে বিশ্বকাপ জেতাতে বলছেন গৌতম গম্ভীর। ভারতের এই সাবেক ব্যাটারের মতে বল হাতে এবং ফিল্ডিংয়ে জাদেজা অসাধারণ হলেও, ব্যাট হাতে এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি জাদেজা। আর তাই আসন্ন বিশ্বকাপে জাদেজার ব্যাটে কার্যকরী ইনিংস চান গম্ভীর।

বল হাতে ভারতকে অসংখ্য ওয়ানডে ম্যাচ জিতিয়েছেন জাদেজা। ফিল্ডিংয়ে বেশ কয়েকবছর ধরেই বিশ্ব ক্রিকেটের অন্যতম অনুপ্রেরণা তিনি। তবে এতো কিছু পরও প্রশ্ন থাকছে জাদেজার ব্যাটিং সামর্থ্য নিয়ে। গম্ভীরের মতে ভালো বোলিং লাইনআপের বিপক্ষে তার ব্যাটিং পারফরম্যান্স এখনও বিতর্কে থাকার মতোই।


গম্ভীর বলেন, 'ইশান কিশান যদি পাঁচ নম্বরে খেলে তাহলে এখানে কিছুটা প্রশ্নের জন্ম নেয়। তাহলে রবীন্দ্র জাদেজাকে তার ব্যাটিং সামর্থ্য দিয়েই ম্যাচ জিততে হবে। কেননা আপনাকে এমন কোনো অবস্থায় পড়তে হতে পারে যেখানে দশ ওভারে ৮০ বা ৯০ রান লাগে এবং ৬ অথবা ৭ নম্বর ব্যাটার তখন একসাথে খেলছে।'


'রবীন্দ্র জাদেজার সেই সক্ষমতা আছে। তবে ভালো বোলিংয়ের বিপক্ষে সে কেমন এটা নিয়ে বিতর্ক থাকবে। সে যেভাবে পারফর্ম করছে, সন্দেহ নেই সে খেলবেই। তবে জাদেজাকে ভালো হিটিং ফর্মে দেখলে ভারত খুশি হবে। ভালো হিটিং ফর্ম বা ভালো ভালো ব্যাটিং ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে।'

মূলত এশিয়া কাপে জাদেজার ব্যাটিং পারফরম্যান্সে হতাশ গম্ভীর। ব্যাট হাতে তিন ইনিংসে মাত্র ২৫ রান করতে পেরেছেন এই অলরাউন্ডার। যা তার নামের পাশে বড্ড বেমানান। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সুযোগ পেয়েও দল জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি।

সেই ম্যাচে ১২ বলে সাত রান করে গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফিরে যান জাদেজা। আটে নামা অক্ষর প্যাটেল ৩৪ বলে ৪২ রান করলে অবশ্য ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় কাছাকাছি চলে আসে ভারত। যদিও ম্যাচটি ছয় রানে হারে তারা।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন