promotional_ad

ভারতের স্পিন উইকেটেও ‘বাজবল’ বজায় রাখবে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজ শেষে বেশ লম্বা বিরতি পেয়েছেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটাররা। আগামী ছয় মাসে এই সংস্করণে কোনও ম্যাচও খেলবেন না তারা। দীর্ঘ বিরতির পর আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে পাঁচটি টেস্ট খেলতে যাবে বেন স্টোকসের ইংল্যান্ড। ভারতের স্পিন বোলিং সহায়ক উইকেটেও নিজেদের 'বাজবল' তত্ত্ব বজায় রাখতে চায় দলটি। ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি জানিয়েছেন এমনটাই।


এবারের অ্যাশেজে ব্যাট হারে বেশ সফল হয়েছেন ক্রলি। সিরিজে ৫৩.৩৩ গড়ে ৪৮০ রান করেন তিনি। 'বাজবল' ঘরানার ক্রিকেটে ৮৮.৭২ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন ২৫ বছর বয়সী ইংলিশ এই ওপেনার।


ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটির ম্যাচগুলো হবে হায়দরাবাদ, বিশাখাপত্নম, রাজকোট, রাঁচি ও ধর্মশালায়। সেখানকার স্লো এবং টার্নিং উইকেটে এতো আগ্রাসী থাকাটা সহজ হবে না ক্রলিদের। যদিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।


promotional_ad

ক্রলি বলেন, 'তাদের মাঠগুলো সম্পর্কে খুব একটা ধারণা নেই আমার। ভারতে কখনও কখনও কিছু উইকেটে সিম ও সুইং করে কিছুটা। তাদের অবিশ্বাস্য সব পেসার আছে এখন। আশা করি, পেস উপযোগী কিছু পিচ থাকবে, যা আমাদেরও হয়তো কিছুটা সহায়তা করবে।'


'তবে যদি স্পিনিং উইকেট হয়, আমার মনে হয়, আমরা স্পিনও ভালো খেলি। উইকেট যেমনই হোক, আমাদের মানিয়ে নিতে হবে। তবে মাঠগুলো অনেকটাই অচেনা। জানি না, গতবার আহমেদাবাদ ও চেন্নাইয়ে যেমন ছিল (টার্নিং), এবার তেমন হবে কি না।'


আগামী ছয় মাসে অবশ্য কাউন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন ক্রলিসহ ইংল্যান্ডের অন্যান্য টেস্ট ক্রিকেটাররা। এসব ম্যাচেই ভারত সিরিজের প্রস্তুতি সারতে চান ক্রলি।


তিনি আরও বলেন, 'আগে কখনও ৬ মাসের বিরতি ছিল কি না, মনে করতে পারি না। এই সময়টায় কিছু টি-টোয়েন্টি খেলব এবং আশা করি, সাদা বলে আরও কিছু খেলার সুযোগ পাব। এরপর আবার ফিরে ভারতে আমাদের দলের জন্য অসাধারণ এক সুযোগ যে, সেখানকার কন্ডিশনে আমরা কীভাবে নিজেদের মেলে ধরতে পারি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball