Connect with us

বাংলাদেশ ক্রিকেট

রাবাদাকে অনুসরণ করেন মুশফিক


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সবশেষ জাতীয় ক্রিকেট লিগে বাজিমাত করেছেন মুশফিক হাসান। অসাধারণ পারফরম্যান্সে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেয়েছেন এই পেসার। দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মুশফিক। নিজ দেশের পেসারদের কাছ থেকে প্রেরণা নিয়ে সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে অনুসরণ করে ছুটতে চান তিনি।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করতে পারেননি মুশফিক। ‘এ’ দলের সিরিজেও আহামরী পারফরম্যান্স করতে পারেননি তিনি। এবারের এনসিএলে ৬ ম্যাচে ২৫ উইকেট নিয়ে আলো ছড়ান তিনি।


সঠিক জায়গায় নিয়মিত বোলিং করতে পারায় মুশফিককে নেয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। রংপুর বিভাগের হয়ে দারুণ গতিতে বোলিং করতে দেখা গেছে তাকে। দারুণ গতির পাশাপাশি মাঝেমধ্যে স্কিডও করে মুশফিকের বলে।


সাম্প্রতিক সময়ে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, শরিফুল ইসলামদের প্রত্যেকেই ক্রমাগত শাণিত করছেন নিজেদের। নিজ দলের পেসারদের অনুপ্রেরণা মানেন মুশফিক।

আর বিশ্ব ক্রিকেটে মুশফিকের অনুপ্রেরণা রাবাদা। বিশ্ব ক্রিকেটে নিজের আইডল প্রসঙ্গে জিগ্যেস করা হলে মুশফিক বলেন, 'এখন আমি প্রেরণা পাই বাংলাদেশের পেস বোলারদের থেকে। আমি অনুসরণ করি রাবাদাকে।'

২০১৮ সালে লালমনিরহাটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট শুরু করেন মুশফিক। এরপর বিভাগীয় কোচের নজরে পড়ে ঢুকে যান বয়সভিত্তিক দলে। তারপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েও রেখেছেন সামর্থ্যের ছাপ।

সাফল্যের পথে এক পা করেই এগিয়েছেন তিনি। গত বছর প্রথম শ্রেণীতে অভিষেক, এরপর 'এ' দলের হয়েও সুযোগ পেয়ে চিনিয়েছেন নিজের জাত। প্রথম শ্রেণিতে তার বোলিংয়ের কারণেই জাতীয় দলে সুযোগ মিলেছে তার, বিশ্বাস মুশফিকের।

তিনি আরও বলেন, 'আমি মনে করি, প্রথম শ্রেণীর ম্যাচ অনেক ভালো খেলেছি। ওখানে ভালো খেলার সুবাদে আমাকে হয়ত ডাকা হয়েছে (টেস্ট দলে)।'

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন