Connect with us

শ্রীলঙ্কা-আফগানিস্তান

১৬ ওভারে ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম ওয়ানডেতে জিতে দারুণ কিছুরই আভাস দিয়েছিল আফগানিস্তান। কিন্তু শেষ দুই ওয়ানডেতে ছন্দ হারিয়ে সিরিজ হারের স্বাদ খুব বাজে ভাবেই পেল হাশমতউল্লাহ শাহীদির দল। শেষ ওয়ানডেতে সফরকারীদের লজ্জায় ডুবিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। 

শেষ ওয়ানডেতে দুই দল মিলিয়ে ব্যাটিং করেছে সব মিলিয়ে ৩৮.২ ওভার। নিয়মিত টি-টোয়েন্টির চেয়েও ১.৪ ওভার কম। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান অলআউট হয় ১১৬ রানে। জবাবে মাত্র ১৬ ওভার ব্যাটিং করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।


১১৭ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের জয়ে ব্যাটিংয়ে বড় অবদান ছিল ওপেনার পাথুম নিশাঙ্কার। সঙ্গী দিমুথ করুনারত্নেকে নিয়ে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ৩৪ বলে ৫১ রান করে আউট হন নিশাঙ্কা। করুনারত্নে ৪৫ বলে অপরাজিত থাকেন ৫৬ রানে। কুশল মেন্ডিস ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।


এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগান ব্যাটাররা। সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ নবি। ২২ রান করেন ইব্রাহিম জাদরান, ২০ রান করেন গুলবাদিন নাইব। ১৩ রানে অপরাজিত থাকেন ফরিদ আহমেদ এবং ১০ রান করেন নজিবুল্লাহ জাদরান।

শেষ পর্যন্ত ২২.২ ওভারে ১১৬ রান করে অলআউট তারা। শ্রীলঙ্কার হয়ে দুশমান্থা চামিরা নেন ৪ উইকেট। ওয়ানিদু হাসারাঙ্গা ৪.২ ওভার বল করে ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। ২ উইকেট নেন লাহিরু কুরারা এবং ১ উইকেট নেন মহেশ থিকসানা।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল আফগানরা। তবে দ্বিতীয়টিতে ১৩২ রানের বিশাল জয়ে সিরিজে ফেরে লঙ্কানরা। এবার শেষ ম্যাচে ৯ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল শ্রীলঙ্কা।

সর্বশেষ

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

২ অক্টোবর, সোমবার, ২০২৩

সেরা তিনের একজন হবেন কোহলি, বিশ্বাস ডি ভিলিয়ার্সের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

ভারতকে পাকিস্তান মনে হচ্ছে শাদাবের

১ অক্টোবর, রবিবার, ২০২৩

আহমেদাবাদ থেকে ইডেন গার্ডেন্স, যে ১০ মাঠে হবে বিশ্বকাপ

১ অক্টোবর, রবিবার, ২০২৩

বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন সৈকত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

গড় আড়াই বছরে বদলে গেছেন কোহলি

১ অক্টোবর, রবিবার, ২০২৩

৫০-৬০-৭০ রানকে মানসম্পন্ন মনে করেন না শান্ত

১ অক্টোবর, রবিবার, ২০২৩

উইলিয়ামসনের পর প্রথম ম্যাচে খেলা হচ্ছে না সাউদির

১ অক্টোবর, রবিবার, ২০২৩

‘তোমার কাছ থেকে শিখতে চাই’, রোহিতকে বলেছিলেন ল্যাবুশেন

আর্কাইভ

বিজ্ঞাপন