promotional_ad

বিদ্যুৎগতির ওভালে স্পিন ধাঁধা দেখছেন স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের কন্ডিশনে সবসময়ই সহায়তা পান পেস বোলাররা। অনেক সময় দেখা যায় দুই দলের পেস বোলাররাই অনেক ম্যাচের ভাগ্য গড়ে দেন। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এমনটা হবে না বলে মনে করেন স্টিভেন স্মিথ।


৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এখানে ভারতের স্পিনাররাই সুবিধা পেতে পারেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এমন পরিস্থিতির কথা বিবেচনা করে অস্ট্রেলিয়াও স্কোয়াডে রেখেছে নাথান লায়ন ও টড মার্ফির মতো স্পিনারকে।


promotional_ad

ভারত একাদশ সাজাতে পারে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে। ভারতের বিপক্ষে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ভারতের স্পিনাররা অজিদের ৪৭টি উইকেট নিয়েছিলেন। তাদেরকে এবার খুব বেশি হুমকি মনে না করলেও সতর্ক থাকছে অস্ট্রেলিয়া।


এ প্রসঙ্গে স্মিথ বলেছেন, 'ওভালের উইকেটে মাঝেমধ্যে স্পিন দেখা যেতে পারে, বিশেষ করে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে। তাই ভারতে যেমনটা (স্পিনারদের দাপট) হয়েছিল, এখানে ম্যাচের নির্দিষ্ট পর্যায়ে ওইরকম কিছুর মুখোমুখি হতে পারি আমরা। তবে ক্রিকেট খেলার জন্য দা ওভাল চমৎকার একটি জায়গা। বিদ্যুতের মতো গতিময় আউটফিল্ড…ব্যাটিং করার জন্য দারুণ জায়গা। উইকেটে বেশ ভালো পেস ও বাউন্স রয়েছে।'


একটা সময় টেস্ট ক্রিকেট নিয়েই শঙ্কা জেগেছিল। সেই টেস্ট ক্রিকেটকে প্রাণ দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রতিটি সিরিজেই হিসেব-নিকেশ বাড়তি উন্মাদনা জুগিয়েছে। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে ঘিরেও উত্তেজনা থাকে চরমে।


আইসিসির এই উদ্যোগকে তাই সাধুবাদ জানালেন স্মিথ। তিনি বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ দারুণ একটি উদ্যোগ। এটা আমাদের খেলা সব ম্যাচগুলোকে আরও অর্থবহ করে তোলে। শীর্ষে থাকতে পারা এবং ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া আমাদের জন্য অসম্ভব রোমাঞ্চের। আমি নিশ্চিত সেখানে প্রচুর দর্শক থাকবে, সম্ভবত অস্ট্রেলিয়া চেয়ে ভারতের বেশি। তবে আমি নিশ্চিত দারুণ একটা লড়াই হবে এবং ছেলেরা এর জন্য মুখিয়ে আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball