Connect with us

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

লিটন অধিনায়ক হবে, অন্য কিছু তো শুনিনি: পাপন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে কে অধিনায়ক হবেন তা নিয়ে একাধিক গুঞ্জন আছে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সহ-অধিনায়ক লিটন দাসই নেতৃত্ব পেতে চলেছেন।

গত বছরের জুনে তৃতীয় মেয়াদে সাকিবকে টেস্ট অধিনায়ক করা হয়। সেই সময় সাকিবের সহকারী করা হয় লিটনকে। ফলে লিটন ছাড়া অন্য কারো অধিনায়ক হওয়ার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত করেছেন তিনি। 


পাপন বলেন, 'সাকিব আল হাসান ইনজুরিতে থাকলে ভাইস ক্যাপ্টেন কে আছে সে হবে। লিটন দাস ভাইস ক্যাপ্টেন, আমি তো তাই জানি। অন্যকিছু এখনও শুনিনি, না শুনলে কিভাবে বলবো।'


আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্ব আসরের আগে সেরা দল সাজাতে গত কয়েক সিরিজ ধরেই পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশ দল। তবে এখন আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই বলেই মনে করেন পাপন।

দলের আছেন এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাওহীদ হৃদয়, হাসান মাহমুদরাও দলে জায়গা পাকা করে ফেলেছেন। মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজরাও নিজের যোগ্যতা প্রমাণ করে দলে টিকে আছেন। তাই কাউকে বাদ দেয়ার সুযোগ নেই।

পাপন বলেছেন, 'পরীক্ষা-নিরিক্ষা করার জায়গাই তো খুঁজে পাই না। পরীক্ষা-নিরিক্ষা নেই, আমারে বলেন বাদ দেবেন কাকে। আপনি আমাকে নাম বলেন তামিম আছে, লিটন আছে পারবেন বাদ দিতে? পারবেন না। শান্ত, মুশফিক, তাওহীদ, মিরাজ আপনি কারে বাদ দেবেন? পেসার কারে বাদ দেবেন হাসান মাহমুদ আছে, তাসকিন তো এখন নেই ওরে দলে ঢুকাতে হবে। আপনারা যদি বলেন ঢুকাবো না তাহলে তো মহা বিপদ। মুস্তাফিজরে বাদ দিতে পারবো? বাদ দেয়ার অপশন তো নেই। কথা হচ্ছে এদের সঙ্গে কাদের নেবো। আপনারা বলতে পারেন এদের সঙ্গে কারা যাবে।'

সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি ইয়াসির আলী রাব্বি। তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন বিশ্বকাপের পরিকল্পনায় আছেন বলে জানালেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে তার ভাষ্য, 'ওখানে রাব্বিকে নিয়ে তো খেলায়নি। কিন্তু বিশ্বকাপে খেলাতেও পারে। রাব্বির সঙ্গে আরও একজনকে নিতে পারে। মাহমুদউল্লাহ রিয়াদ আছে, আফিফ আছে, মোসাদ্দেকও আছে , আমি বলছি অনেকগুলো অপশন আছে এবং কাউকে নিলে যে ভুল হয়ে যাবে তা তো না। আর কাউকে যে নিতেই হবে এমন কোনো কথা নেই। এখন আসলে নির্ভর করছে আমাদের কম্বিনেশনটা কি হবে।'

সর্বশেষ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এ নিয়ে তিনটি বিশ্বকাপে খেলিনি, অভ্যাস হয়ে গেছে: চাহাল

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপে পাঁচ পেসারের দিকে চোখ থাকবে স্টেইনের

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে তারার মেলা

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

‘দেশের সম্মানটা যেন বজায় থাকে’, বাংলাদেশ দলের উদ্দেশে প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

তামিম-মুশফিকদের গড় ৪০ এর নিচে, সমালোচনায় আকাশ চোপড়া

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

বাংলাদেশ সেমিফাইনাল খেললে সেটা ‘মিরাকেল’ হবে: আকাশ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

৩০ সেপ্টেম্বর, শনিবার, ২০২৩

ফিরেই উইলিয়ামসনের ফিফটি, ৩৪৫ রান করেও হারল পাকিস্তান

আর্কাইভ

বিজ্ঞাপন