বিশ্বকাপ বাছাই পর্ব

‘জিম্বাবুয়ের’ মুরকে নিয়ে বিশ্বকাপ বাছাই খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে আয়ারল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:57 বুধবার, 24 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের জার্সিতে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডের সঙ্গে ২১টি টি-টোয়েন্টি খেলেছেন পিটার জোসেফ মুর। তবে বর্তমানে আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন ডানহাতি এই ব্যাটার। আইরিশদের জার্সিতে বাংলাদেশের বিপক্ষে অভিষেকও হয়েছে তার। যদিও সেটা সাদা পোশাকের ক্রিকেটে। লম্বা সময় ধরেই রঙিন পোশাকের ক্রিকেট খেলা হচ্ছে না মুরের।

২০১৯ সালে জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষেই নিজের সবশেষ ওয়ানডে খেলেছিলেন ৩২ বছর বয়সি এই ব্যাটার। টি-টোয়েন্টিও খেলছেন একই বছর সিঙ্গাপুরের বিপক্ষে। বছর চারেক পর রঙিন পোশাকে খেলার সুযোগ মিলছে তার। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের দলে রাখা হয়েছে মুরকে।

অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও আয়ারল্যান্ডের স্কোয়াডে আছেন পল স্টার্লি, হ্যারি টেক্টর, লরকার টাকারের মতো ক্রিকেটাররা। জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে আইরিশদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্টিফেন ডোহানি।

২৪ বছর বয়সি এই ওপেনার তৃতীয় ওয়ানডেতে ৪৬ রানের ইনিংস খেললেও প্রথম দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ১২ ও ৪ রান। বাংলাদেশ সফরেও সুবিধা করতে পারেননি তিনি। নিজের খেলা সবশেষ ৯ আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন ডোহানি। এমন পারফরম্যান্সের কারণেই বাদ পড়তে হয়েছে তাকে।

আয়ারল্যান্ডের স্কোয়াডে বেশ কয়েকজন পেসার রাখা হয়েছে। যেখানে জশুয়া লিটলের সঙ্গে রয়েছেন মার্ক অ্যাডায়ার, ক্রেইগ ইয়ং ব্যারি ম্যাকার্থি, গ্রাহাম হিউম এবং কার্টিস ক্যাম্ফার। স্পিনার হিসেবে আছেন জর্জ ডকরেল, বেন হোয়াইট ও অ্যান্ডি ম্যাকব্রাইন। বিশ্বকাপ বাছাই শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড।

যেখানে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ড,সের সঙ্গে খেলবে তারা। এদিকে বাছাই পর্বে তাদের গ্রুপে আছে ওমান, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত। ১০ দলের বাছাই পর্ব শুরু হবে ১৮ জুন থেকে। ৯ জুলাইয়ের ফাইনাল শেষে সেরা দুই দল জায়গা পাবে বিশ্বকাপে সরাসরি খেলার।

আয়ারল্যান্ডের স্কোয়াড- অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পিটার মুর, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।