বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বৃষ্টি আর আলোকস্বল্পতার ফাঁকে আফিফদের বিবর্ণ ব্যাটিং

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 মঙ্গলবার, 23 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

বেরসিক বৃষ্টির পর সিলেটে শেষ বিকেলে ঝামেলা পাকায় আলোকস্বল্পতা। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চলেছে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা। জাকির হাসান, সাইফ হাসান কিংবা সদ্য সমাপ্ত ডিপিএলের রানের ফোয়ারা ছুটানো নাইম শেখরা কেউই ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতার ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ২ নম্বর গ্রাউন্ডে এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির। সাদমান রয়েসয়ে খেললেও জাকির ছিলেন খানিকটা আক্রমণাত্বক। সেটা করতে গিয়েই উইকেট দিয়ে এসেছেন তিনি।

আকিম কালভিন জর্ডানের অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে চেয়েছিলেন জাকির। বাইরের বল তাড়া করতে গিয়ে আউট সাইড এজ হয়ে উইকেটকিপার জশুয়া ডি সিলভাকে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার। জাকির আউট হয়েছেন ১৩ বলে ১৮ রান করে। যেখানে চারটি চার মেরেছেন তিনি।

এরপর তিনে নামা সাইফকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান। তবে ম্যাক অ্যালিস্টারের বাউন্সারে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই ওপেনারকে। সাদমানের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। খুব বেশি গুরুতর কিছু না হরে প্রথম ইনিংসে আবারও ব্যাটিং করতে দেখা যেতে পারে তাকে।

চারে নেমে থিতু হলেও সুবিধা করতে পারেননি নাইম। কেভিন সিনক্লেয়ারের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন বাঁহাতি এই ওপেনার। ৩১ বল খেলা নাইমের ব্যাট থেকে এসেছে ৫ রান। তিনে নেমে বেশ ভালো ব্যাটিং করছিলেন সাইফ। তাকেও থামান স্পিনার সিনক্লেয়ার। ডানহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ৩১ রান করা এই ব্যাটার।

এরপর ৬৯ রানের জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব এবং শাহাদাত হোসেন দিপু। তাদের দুজনের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিলো ৭৩ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ‘এ’ দল। ৩৭ রান করা আফিফকে ফিরিয়ে জুটি ভাঙেন আকিম জর্ডান।

শেষ বিকেলে উইকেট হারিয়েছেন ইরফান শুক্কুর। অ্যান্ডারসন ফিলিপের স্লোয়ার ডেলিভারিতে টপ এজ হয়ে ক্যাচ আউট হয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। জাকের আলী অনিকের বদলি হিসেবে সুযোগ পাওয়া ইরফানের ব্যাট থেকে এসেছে ২১ রান। নাঈম হাসানকে সঙ্গে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন ৭৭ বলে ২৮ রান করা দিপু।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল- ১৭৫/৫ (৪৯ ওভার) (আফিফ ৩৭, সাইফ ৩১, ইরফান ২১, দিপু ২৮*, জাকির ১৮, নাঈম ১২*; জর্ডান ২/২৪, সিনক্লেয়ার ২/৩৭)