Connect with us

ইংল্যান্ড ক্রিকেট

ইংল্যান্ডকে দুশ্চিন্তামুক্ত করলেন রবিনসন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

কয়েকদিন আগেই ইনজুরি আক্রান্ত হয়েছিলেন ওলি রবিনসন। অ্যাশেজের আগ মুহূর্তে তার গোড়ালির ইনজুরির কারণে দুশ্চিন্তায় পড়ে পুরো ইংল্যান্ড দল। যদিও কয়েকদিনের মধ্যেই দলের দুশ্চিন্তা দূর করে দিলেন রবিনসন।

রবিনসনের বাম পায়ের গোড়ালিতে স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী তার গোড়ালিতে ফাটল ধরা পড়েনি। আগামী পহেলা জুন লর্ডসের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। ম্যাচটির আগেই দলের সঙ্গে যোগ দেবেন রবিনসন।


এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বলে, 'স্ক্যানের রিপোর্ট দেখে মনে হচ্ছে গোড়ালিতে কোনো ফাটল নেই। রবিনসন ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে যোগ দেবে এই সপ্তাহেই। আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডসে পহেলা জুন শুরু হতে যাওয়া টেস্টের আগেই সে দলের সঙ্গে থাকবে।'


কয়েকদিন আগেই কাউন্টিতে চোট পেয়েছেন রবিনসন। গ্ল্যামারগনের বিপক্ষে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পান এই পেসার। এ দিন শুরু থেকে বোলিং করলেও ৮ ওভারের বেশি করতে পারেননি তিনি। গোঁড়ালির ব্যাথায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

লাঞ্চের পর আর বোলিংয়েই নামতে পারেননি রবিনসন। ইংল্যান্ডের হয়ে গত কয়েক বছর ধরেই দারুণ পারফরম্যান্স করেছেন এই পেসার। এরই মধ্যে ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্টে ৬৬ উইকেট পেয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিকে ধরা হচ্ছে অ্যাশেজের শেষ প্রস্তুতি হিসেবে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে অ্যাশেজ সিরিজ।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

বিশ্বকাপে ইতিহাস বদলাতে পারবে বাংলাদেশ?

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

হংকংকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এশিয়ান গেমসে নেমেই জায়সাওয়ালের সেঞ্চুরি, লড়ে হারল নেপাল

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

এমসিসি'র ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন সভাপতি সাঙ্গাকারা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

আর্কাইভ

বিজ্ঞাপন