promotional_ad

জেতার আশা করেছিলাম বললে মিথ্যা বলা হবে: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি রীতিমতো খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জিতে নিয়েছে বাংলাদেশ। অবিশ্বাস্য এই জয় যেন বিশ্বাসই হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের। এমনকি ম্যাচের এক পর্যায়ে জেতার আশাই ছেড়ে দিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।


ম্যাচটির এক পর্যায়ে জয় ছিল আয়ারল্যান্ডের নাগালেই। হ্যারি টেক্টর এবং লরকান টাকারের দুর্দান্ত জুটিতে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল আইরিশরা। শেষ ৯ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৫২ রানের, হাতে ছিল সাত উইকেট। আর সেখান থেকেই ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে বাংলাদেশ।


promotional_ad

ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করে তামিম বলেন, ‘আমি যদি বলি আমরা ম্যাচটা জেতার আশা করেছি, সেটা মিথ্যা বলা হবে। একপর্যায়ে মনে হচ্ছিল ম্যাচটা শেষ। কিন্তু ক্রিকেট অদ্ভুত এক খেলা। দুই-একটা উইকেটেই ম্যাচের ম্যাচের চেহারা পাল্টে যেতে পারে। স্কোরবোর্ডেরও একটা চাপ আছে। আর যেভাবে ফিজ বোলিং করেছে, বিশেষ করে যখন সে ক্যাম্ফার ও টাকারকে আউট করেছে, তখন আমরা বিশ্বাস করা শুরু করি।’


বাংলাদেশ ক্রিকেটের বাস্তবতায় 'বিরল' এই জয় এনে দিতে বোলিংয়ে ভূমিকা রাখেন নাজমুল হোসেন শান্তও। ৪২ তম ওভারে শান্তর করা নিরীহ এক লেংথ বল উড়িয়ে মেরে ক্যাচ তুলে দেন ৪৫ রান করা টেক্টর। মিড উইকেটে অসাধারণ সেই ক্যাচটি নেন লিটন কুমার দাস।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ানকে হারিয়ে মানসিকভাবে কিছুটা নড়বড়ে হয়ে পড়ে আইরিশরা। এরপর মুস্তাফিজুর রহমানের দাপটে রান তাড়ার পরিকল্পনাই ঠিকমতো গোছাতে পারেনি তারা। মুস্তাফিজ শেষ স্পেলে তিন ওভারে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন জয়ের আরও কাছে।


২৭৫ রানের লক্ষ্য তাড়া করার ম্যাচে শেষ ওভারে আইরিশদের প্রয়োজন ছিল ১০ রান। ৯ বলে ২০ রান করে তখনও উইকেটে ছিলেন বিপদজনক মার্ক অ্যাডায়ার। কিন্তু হাসান মাহমুদের মুন্সিয়ানায় সেই ওভারে মাত্র চার রান নিতে পারে আইরিশরা, হারায় দুই উইকেট। ফলে খুব কাছে গিয়েও সিরিজ ড্র করতে পারেনি তারা।


দলের বোলারদের কৃতিত্ব দিয়ে তামিম আরও বলেন, ‘যদি আপনার হাতে ভালো বোলিং আক্রমণ থাকে, তাহলে অধিনায়কত্ব করা খুবই সহজ। এখন দলে যারা আছেন তাদের নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। ফাস্ট বোলাররা যারা তারা খুবই ভালো করছে। এখানে কয়েকজন নেই। যেমন তাসকিন চোটে আছে। সে অনেক উন্নতি করেছে। আমাদের বোলিং আক্রমণ এখন খুবই ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball