জিম্বাবুয়ে ক্রিকেট

গুরুতর অসুস্থ বাংলাদেশের সাবেক কোচ হিথ স্ট্রিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:44 রবিবার, 14 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচের ক‍্যান্সারের চিকিৎসা চলছে। ক্যান্সারের একদম শেষ স্তরে চিকিৎসা চলছে তার।

এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রীর টুইটার থেকে। এ ছাড়া জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামসও এই ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন।

স্ট্রিকের জন্য প্রার্থনা চেয়ে জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার টুইটারে লিখেন, 'হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে সাউথ আফ্রিকার পথে। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।।

ক্রিকেটওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় স্ট্রিকের শারীরিক অবস্থা তুলে ধরেন উইলিয়ামসও, 'হিথের কোলন ও লিভারের ক্যান্সার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি তা হলো হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে এবং আমি বিস্তারিত কিছু জানি না।'

'আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ গত সপ্তাহে তিনি মাছ ধরছিলেন।'

জিম্বাবুয়ের ইতিহাসের সেরা বোলার মনে করা হয়ে থাকে স্ট্রিককে। দেশের হয়ে ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২১৬টি। এছাড়া ওয়ানডেতে ১৮৯ ম্যাচে উইকেট নিয়েছেন ২৩৯ টি।

ক্রিকেট ছাড়ার পর সফলতার সঙ্গে কোচিং পেশায় যুক্ত থাকতে দেখা যায় স্ট্রিককে। যদিও বছরখানেক ধরে কোনও আলোচনায় নেই তিনি। আইসিসি দুর্নীতি বিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে তাকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।