ডিপিএল

ওপরে ব্যাটিং করতে পছন্দ করেন আফিফ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:22 শনিবার, 13 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

রঙিন পোশাকে একেবারে নিয়মিতই ছিলেন আফিফ হোসেন ধ্রুব। তবে চান্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের ক্রিকেটে ফিরতেই বদলে যেতে থাকে দৃশ্যপট। বাংলাদেশের হয়ে রেকর্ড টানা ৬১ ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ থেকে জায়গা হারান আফিফ।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের স্কোয়াডে ছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে সুযোগ মেলেনি দুটির একটিতেও। তৃতীয় ম্যাচের আগে বাদ দেয়া হয় স্কোয়াড থেকেই। ২০ ওভারের ক্রিকেটের দলেও ছিলেন তিনি। এমনকি নেই চলমান আয়ারল্যান্ড সফরেও। বিশ্বকাপের হঠাৎই কেন জাতীয় দল থেকে ছিটকে গেলেন আফিফ।

বাঁহাতি এই ব্যাটারকে বাদ দেয়ার ব্যাখ্যা চাওয়া হয়েছিল হাথুরুসিংহের কাছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেদিন সোজাসাপ্টা উত্তরে বাংলাদেশের প্রধান কোচ বলেছিলেন, ‘পারফরম্যান্সের কারণেই বাদ আফিফ, চেহারার জন্য নয়।’ এদিকে গুঞ্জন রয়েছে নিজের ব্যাটিং পজিশন নিয়ে সন্তুষ্ট নন আফিফ।

ঘরোয়া ক্রিকেট কিংবা বিপিএলের মতো টুর্নামেন্টে বরাবরই চার কিংবা পাঁচে ব্যাটিং করেন তিনি। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার আগে তাকে দেখা গেছে ফিনিশার হিসেবে। সেখানে অবশ্য প্রত্যাশা মেটাতে পারেননি। নিজের ব্যাটিং পজিশন নিয়ে হাথুরুসিংহের সঙ্গে নাকি কথাও বলেছিলেন আফিফ। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেসব নিয়ে কথাই বলতে চাইলেন না।

প্রশ্নের জবাবে আফিফ কেবল বললেন, ‘এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।’ জাতীয় দলের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলতে রাজি না হলেও নিশ্চিত করলেন তিনি ওপরে ব্যাটিং করতেই পছন্দ করেন। আফিফের ভাষ্যমতে, ‘আমি সবসময় পছন্দ করি ওপরে ব্যাটিং করতে।’

বিশ্বকাপের আগে টানা দুই সিরিজে স্কোয়াডে না থাকায় শঙ্কা আছে বিশ্বকাপ দলে না থাকারও। তবে এসব নিয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না। আফিফ শুধু জানালেন, তিনি বর্তমানে থাকতে পছন্দ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফিফ বলেন, ‘আমি কখনোই প্রত্যাশা রাখি না। আমি সবসময় বর্তমানে থাকতে পছন্দ করি।’

‘এখানে (ঢাকা লিগে) খেলাগুলোতে আমি ফোকাস করেছি। সামনে যে খেলাগুলো আছে, সেগুলোয় ফোকাস করব। আমি স্রেফ বর্তমানে থাকতে পছন্দ করি। সামনে কী হবে, এটা আমার দেখার বিষয় নয়।’