বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ

বিশ্বাস রাখার জন্য নির্বাচকদের ধন্যবাদ জানালেন শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:50 শনিবার, 13 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

একটা সময় যখন নাজমুল হোসেন শান্ত রান করতেন না, কিন্তু দলে সুযোগ পেতেন- তখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যক্তিবর্গকে। দেরিতে হলেও ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নিজের এমন সুদিনে তাই নির্বাচকদের আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন স্টাইলিস এই ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৩ বলে ১১৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়েন ১৩১ রানের। এই জুটিতেই মূলত জয়ের কক্ষপথে ফেরে বাংলাদেশ।

অথচ এই শান্তই দিনের পর দিন ব্যর্থ হয়েছিলেন। ২০১৭ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শান্তর। ২০১৮ সালে ওয়ানডেতে এবং তার পরের বছর অভিষেক হয়েছিল টি–টোয়েন্টিতে।

তিন সংস্করণ মিলিয়েই একটানা অফ-ফর্মে ছিলেন তিনি। ২০১৭ সালে এক ম্যাচ খেলে ১৫.০০, ২০১৮ সালে চার ম্যাচ খেলে ৭.৬০, ২০১৯ সালে দুই ম্যাচ খেলে ৮.০০ এবং ২০২০ সালে চার ম্যাচ খেলে ৩৭.৬০ গড়তে ব্যাটিং করেন তিনি।

এই সময়টায় তাকে দলে নেয়ায় কম সমালোচনা পোহাতে হয়নি বিসিবির নির্বাচকদের। মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের প্রকাশ্যে সমালোচনাও হয় অনেক। চেমসফোর্ডে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘নির্বাচক, বোর্ড ও আগের কোচিং স্টাফ (ধন্যবাদ) পাবেন। অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ কিন্তু আমি পেয়েছি। এটা আমাকে সাহায্য করছে। তাঁদের প্রতি অনেক ধন্যবাদ, কারণ বিশ্বাসটা আমার ওপর ছিল। তবে এখনো অনেক দূর যেতে হবে। কয়েকটা ইনিংস ভালো হয়েছে। এটা যদি ধরে রাখতে পারি, আমার জন্য ভালো, দলের জন্যও ভালো।’

মূলত ২০২১ সাল থেকে উপরে উঠতে থাকে শান্তর পারফরম্যান্স গ্রাফ। সেই বছরে টেস্টে দুটি সেঞ্চুরি পান। যদিও বছর শেষে ১৪ ম্যাচে গড় দাঁড়ায় ২৪.৮০ তে। ২০২২ সালে অবশ্য সেটা আরেকটু কমে। ২৮ ম্যাচে ২৩.১৯।

আর চলতি বছর ওয়ানডেতে আট ম্যাচে সাত ইনিংসে শান্তর ব্যাটিং গড় ৫২.৮৫। আছে ৩টি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। টি–টোয়েন্টিতে ছয় ম্যাচে ৫৪.৬৬ গড়ে ১৬৪ রান। স্ট্রাইক রেট ১২১.৪৮।