promotional_ad

ব্যাটারদের ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


প্রথম ম্যাচে অসাধারণ জয় পেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তেমন প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। ব্যাটারদের ব্যর্থতার পর আর ম্যাচেই ফিরতে পারেনি বাংলাদেশ।


কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আশানরুপ ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১০০ রানে অলআউট হয়েছে দলটি। লঙ্কান বোলারদের সম্মিলিত আক্রমণের সামনে এ দিন দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা।


শুরুটা দেখেশুনেই করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৮ রান তোলে দলটি। ১৭ বলে ১৬ রান করে ফিরে যান রুবিয়া হায়দার। তারপর দলীয় ৫৩ রানে আরেক ওপেনার শামিমা সুলতানা ফিরে যান।


promotional_ad

২৩ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শামিমা। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শামিমা এবং রুবিয়ার মতো বোল্ড হন সোবহানা মোস্তারি এবং নিগার সুলতানা জ্যোতিও।


সোবহানা ১৮ এবং গত ম্যাচের জয়ের নায়ক জ্যোতি ৭ রানে ফিরে যান। তারপর কেবল মুরশিদা খাতুনই (১৪) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। এ ছাড়া কেউই ভালো করতে পারেননি।


মাত্র ১৮.৩ ওভারে ইনিংস সমাপ্তি ঘটে বাংলাদেশের। শেষ ৯ উইকেট মাত্র ৪৭ রানে হারিয়েছে দলটি। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন উদেশিকা প্রাবোধানি, সুগান্ধিকা কুমারি, ইনোকা রানাবিরা এবং কাভিশা দিলহারি।


লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তোলে শ্রীলঙ্কা। ইনিংসের সপ্তম ওভারে ২৭ বলে ৩৩ রান করে রাবেয়া খানের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের দুই ওভার পর ফিরে যান ভিসমি গুনারত্নেও (১২)।


এই ওপেনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। তারপর নিলাকশি ডি সিলভাকেও (৪) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন ফাহিমা। তারপর অবশ্য আর উইকেট পায়নি বাংলাদেশ।


হারশিতা সামাবিক্রমা ২৯ এবং কাভিশা দিলহারি ২০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৮.৩ ওভারে ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কাও। এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball