promotional_ad

গাজীর বিপক্ষে হেরে হোঁচট খেলো আবাহনী

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শিরোপা জয়ের পথে খানিকটা হোঁচট খেলো আবাহনী লিমিটেড। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বৃষ্টি আইনে ছয় উইকেটে হেরেছে দলটি। ফলে ১৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৬। ১৫ ম্যাচে সমান ২৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সাভারে সুপার লিগের আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে ৫৯ রানে হারিয়েছে তারা। আর তাই ১৩ মে মিরপুরে আবাহনী বনাম শেখ জামালের ম্যাচটি হবে এই আসরের 'অলিখিত' ফাইনাল ম্যাচ।


টস জিতে আগে ব্যাটিং করে ৪৭.২ ওভার ২৪৬ রান করে অলআউট হয় আবাহনী। উদ্বোধনী জুটিতে ৯০ রান করে দলটি। ৬৪ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৬১ রান করে টিপু সুলতানের বলে ফিরে যান নাইম শেখ। কাও কর্নারে ক্যাচটি নেন মেহেদী মারুফ।


দলীয় ১১২ রানে আফিফ হোসেন ধ্রুবর উইকেট হারায় আবাহনী। ২১ বলে ১১ রান করে জয়নুল ইসলামের শিকারে পরিণত হন তিনি। মিড অফে আফিফের ক্যাচটি লুফে নেন হাবিবুর রহমান।


promotional_ad

দলের রান দেড়শ ছোঁয়ার আগে প্যাভিলিয়নে ফেরেন এনামুল হক বিজয়ও। এ দিন ৫৬ বল খেলে এই ওপেনার করেন ৪৩ রান। আসাদুল্লাহ আল গালিবের বলে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন বিজয়, যা লুফে নেন মেহেদী মারুফ।


অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। টিপু সুলতান, জয়নুল ইসলামদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। অধিনায়ক মোসাদ্দেকের ব্যাটে আসে ৩৯ বলে ২৬ রানের ইনিংস।


শেষদিকে রাকিবুল হাসানের ১৬, তানজিম হাসান সাকিব ১৪ এবং খুশদিল শাহ ১২ রান করলে স্কোরবোর্ডে আড়াইশ'র কাছাকাছি রান তুলতে সমর্থ হয় শিরোপা প্রত্যাশী এই দলটি।


গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ৪৭ রান খরচায় চার উইকেট নেন টিপু সুলতান। দুই উইকেট নেন জয়নুল ইসলাম। একটি করে উইকেট নেন সুমন খান এবং আসাদুল্লাহ আল গালিব।


মাঝারি এই লক্ষ্য তাড়া করতে নেমে ৮৭ রান তুলতেই তিন উইকেট হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাবিবুর রহমান ৮, মেহেদী মারুফ ৩০ এবং ফরহাদ হোসেন ২৩ রানে ফিরে যান। তারপর প্রতিরোধ গড়ে তোলেন এস এম মেহরব এবং আবদুল্লাহ আল গালিব।


দুজনে মিলে গড়েন ৭৫ রানের জুটি। হাফ সেঞ্চুরির পর ফিরে যান মেহরব। ৬৭ বলে ৫২ রান করে তানভির ইসলামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি। তারপর আকবর আলীকে সঙ্গে নিয়ে রান তাড়া করতে থাকেন আবদুল্লাহ আল গালিব।


তারপর বৃষ্টি নামলে বেশ কিছুক্ষণ সময় খেলা বন্ধ থাকে। তখন আবাহনীর সামনে নতুন লক্ষ্য তাড়ায় ৪৫ ওভারে ২১৪ রানের। সেই লক্ষ্য অনায়াসে অতিক্রম করে আবাহনী। ৯৫ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন আবদুল্লাহ আল গালিব। ২৭ বলে ১৩ রানে অপরাজিত থাকেন আকবর আলী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball