promotional_ad

আফিফের সেঞ্চুরিতে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেল আবাহনী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফিফ হোসেনের ক্যারিয়ারের প্রথম লিস্ট-এ সেঞ্চুরি এবং খুশদিল শাহের অসাধারণ বোলিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪২ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এই জয়ে শিরোপার জয়ে এগিয়ে গেল প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই ক্লাবটি। সুপার লিগের পয়েন্ট টেবিলে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে আছে তারা। প্রিমিয়ার লিগের প্রথম ধাপেও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছে দলটি।


সবমিলিয়ে ১৩ ম্যাচে ১২ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ১১ জয় নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা জিততে হলে আবাহনীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বর্তমানে শেখ জামাল।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৫ রান তোলে আবাহনী। ৯০ রানের মধ্যেই তিন উইকেট হারায় দলটি। ৩৫ বলে ৩১ রান করে ইনফর্ম ওপেনার এনামুল হক বিজয় ফেরেন কাসিফ ভাটের বলে বোল্ড হয়ে।


promotional_ad

১৬ ওভারের মধ্যে নাইম শেখকেও বিদায় করেন কাসিফ। ৪৩ বলে ২৬ রান করে ডিপ মিড উইকেটে শাহাদাত দিপুকে ক্যাচ দিয়ে ফেরেন নাইম। তারপর ৩২ বলে ১৯ রান করে শেখ মেহেদীর বলে ডিপ মিড উইকেটে রেজাউর রহমান রাজাকে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়।


তারপর অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে ১৪০ রানের জুটি গড়েন আফিফ। শেখ মেহেদীর দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৭৬ বলে ৬৭ রান আসে আবাহনীর অধিনায়কের ব্যাটে। ডিপ মিড উইকেটে মোসাদ্দেকের ক্যাচটি লুফে নেন জাকির হাসান।


এ দিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন আফিফ। ১০১ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ১১১ রান করেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী এবং কাসিফ।


লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৪ ওভারে ২৪৩ রান তুলে অলআউট হয় প্রাইম ব্যাংক। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান আসে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাটে। এ ছাড়া জাকির হাসান ৫১ রান করেন।


শেষদিকে ম্যাচ জমিয়ে তোলেন অলক কাপালি। যদিও সঙ্গীর অভাবে লড়াই চালাতে পারেননি তিনি। তার ৪০ বলে ৪০ রানের ইনিংসটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। আবাহনীর হয়ে এ দিন ৪৯ রান খরচায় ছয় উইকেট নেন খুশদিল শাহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball